Ajker Patrika

জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গত সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রেলস্টেশন, পিকচার প্যালেস মোড়সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল, অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এই শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, এই শীতবস্ত্রে কিছুটা হলেও অসহায় মানুষের শীত লাঘব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সব সময় আছেন এবং থাকবেন। এই শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক বিভিন্ন স্থানে প্রায় চার শত ছিন্নমূল, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত