আইপিএলে নতুন নিয়মে ঝুঁকিতে অলরাউন্ডাররা
আশি-নব্বইয়ের দশক ছিল পেস বোলিং অলরাউন্ডারদের স্বর্ণযুগ। এ সময়ে ইয়ান বোথাম, ইমরান খান, রিচার্ড হ্যাডলি ও কপিল দেবরা ব্যাটে-বলে রাজত্ব করেছেন মাঠে। তাঁদের দেখানো পথ ধরে এখন এসেছেন বেন স্টোকস-হার্দিক পান্ডিয়ারা। তাঁদের মতো অলরাউন্ডারদের পেতে আগ্রহী প্রতিটি দল।