রেকর্ড ভাঙা-গড়ার খেলা যেন জমে উঠেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। গতকাল পাঞ্জাব কিংস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা লক্ষ্ণৌ ২০ ওভারে ৫ উইকেটে করে ২৫৭ রান, আইপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল বেঙ্গালুরু।
গতকাল ২৭ চার ও ১৪ ছক্কায় ৪১ বাউন্ডারি মেরেছিল লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি। ২০১৩ আইপিএলে ৪২ বাউন্ডারি মেরেছিল বেঙ্গালুরু। তাছাড়া গতকাল পাঞ্জাবের বিপক্ষে লক্ষ্ণৌর ৯ বোলার বোলিং করেছেন। আইপিএলে তা যৌথভাবে সর্বোচ্চ।
আইপিএলে দলীয় সর্বোচ্চ:
২৬৩ /৫: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
২৫৭ /৫: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
২৪৮ /৩: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
২৪৬ /৫: চেন্নাই সুপার কিংস; প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস; ২০১০
২৪৫ /৬: কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: কিংস ইলেভেন পাঞ্জাব; ২০১৮
এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি:
৪২ (২১ চার, ২১ ছক্কা) : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
৪১ (২৭ চার, ১৪ ছক্কা) : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৩৯ (২৪ চার, ১৫ ছক্কা) : কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০১৮
৩৮ (৩০ চার, ৮ ছক্কা) : মুম্বাই ইন্ডিয়ান্স; প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ; ২০২১
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ বোলার:
৯: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৯: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
রেকর্ড ভাঙা-গড়ার খেলা যেন জমে উঠেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। গতকাল পাঞ্জাব কিংস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা লক্ষ্ণৌ ২০ ওভারে ৫ উইকেটে করে ২৫৭ রান, আইপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল বেঙ্গালুরু।
গতকাল ২৭ চার ও ১৪ ছক্কায় ৪১ বাউন্ডারি মেরেছিল লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি। ২০১৩ আইপিএলে ৪২ বাউন্ডারি মেরেছিল বেঙ্গালুরু। তাছাড়া গতকাল পাঞ্জাবের বিপক্ষে লক্ষ্ণৌর ৯ বোলার বোলিং করেছেন। আইপিএলে তা যৌথভাবে সর্বোচ্চ।
আইপিএলে দলীয় সর্বোচ্চ:
২৬৩ /৫: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
২৫৭ /৫: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
২৪৮ /৩: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
২৪৬ /৫: চেন্নাই সুপার কিংস; প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস; ২০১০
২৪৫ /৬: কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: কিংস ইলেভেন পাঞ্জাব; ২০১৮
এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি:
৪২ (২১ চার, ২১ ছক্কা) : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
৪১ (২৭ চার, ১৪ ছক্কা) : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৩৯ (২৪ চার, ১৫ ছক্কা) : কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০১৮
৩৮ (৩০ চার, ৮ ছক্কা) : মুম্বাই ইন্ডিয়ান্স; প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ; ২০২১
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ বোলার:
৯: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৯: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ মিনিট আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১ ঘণ্টা আগেবেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
৪ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
৪ ঘণ্টা আগে