ক্রীড়া ডেস্ক
রেকর্ড ভাঙা-গড়ার খেলা যেন জমে উঠেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। গতকাল পাঞ্জাব কিংস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা লক্ষ্ণৌ ২০ ওভারে ৫ উইকেটে করে ২৫৭ রান, আইপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল বেঙ্গালুরু।
গতকাল ২৭ চার ও ১৪ ছক্কায় ৪১ বাউন্ডারি মেরেছিল লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি। ২০১৩ আইপিএলে ৪২ বাউন্ডারি মেরেছিল বেঙ্গালুরু। তাছাড়া গতকাল পাঞ্জাবের বিপক্ষে লক্ষ্ণৌর ৯ বোলার বোলিং করেছেন। আইপিএলে তা যৌথভাবে সর্বোচ্চ।
আইপিএলে দলীয় সর্বোচ্চ:
২৬৩ /৫: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
২৫৭ /৫: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
২৪৮ /৩: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
২৪৬ /৫: চেন্নাই সুপার কিংস; প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস; ২০১০
২৪৫ /৬: কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: কিংস ইলেভেন পাঞ্জাব; ২০১৮
এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি:
৪২ (২১ চার, ২১ ছক্কা) : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
৪১ (২৭ চার, ১৪ ছক্কা) : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৩৯ (২৪ চার, ১৫ ছক্কা) : কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০১৮
৩৮ (৩০ চার, ৮ ছক্কা) : মুম্বাই ইন্ডিয়ান্স; প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ; ২০২১
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ বোলার:
৯: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৯: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
রেকর্ড ভাঙা-গড়ার খেলা যেন জমে উঠেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। গতকাল পাঞ্জাব কিংস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা লক্ষ্ণৌ ২০ ওভারে ৫ উইকেটে করে ২৫৭ রান, আইপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল বেঙ্গালুরু।
গতকাল ২৭ চার ও ১৪ ছক্কায় ৪১ বাউন্ডারি মেরেছিল লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি। ২০১৩ আইপিএলে ৪২ বাউন্ডারি মেরেছিল বেঙ্গালুরু। তাছাড়া গতকাল পাঞ্জাবের বিপক্ষে লক্ষ্ণৌর ৯ বোলার বোলিং করেছেন। আইপিএলে তা যৌথভাবে সর্বোচ্চ।
আইপিএলে দলীয় সর্বোচ্চ:
২৬৩ /৫: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
২৫৭ /৫: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
২৪৮ /৩: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
২৪৬ /৫: চেন্নাই সুপার কিংস; প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস; ২০১০
২৪৫ /৬: কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: কিংস ইলেভেন পাঞ্জাব; ২০১৮
এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি:
৪২ (২১ চার, ২১ ছক্কা) : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
৪১ (২৭ চার, ১৪ ছক্কা) : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৩৯ (২৪ চার, ১৫ ছক্কা) : কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০১৮
৩৮ (৩০ চার, ৮ ছক্কা) : মুম্বাই ইন্ডিয়ান্স; প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ; ২০২১
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ বোলার:
৯: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৯: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৯ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৯ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
১১ ঘণ্টা আগে