Ajker Patrika

জিম্বাবুয়ে-আইরিশদের চেয়েও আইপিএলে পিছিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে-আইরিশদের চেয়েও আইপিএলে পিছিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে, আয়ার‍ল্যান্ডের খেলোয়াড়দের দিকে তাকালে নিজেদের দুর্ভাগা মনে করতেই পারেন মোস্তাফিজুর রহমান, লিটন দাসরা। ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সিকান্দার রাজা, জশ লিটলরা খেলছেন নিয়মিত। সেখানে ডাগআউটে বসে সময় কাটাতে হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের। আইপিএলে ম্যাচ পাওয়া তাঁদের (বাংলাদেশি) কাছে অমাবশ্যার চাঁদের মতো। 

এবারই প্রথমবার আইপিএল খেলার সুযোগ পেয়েছেন রাজা ও লিটল। রাজা খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন লিটল। প্রথমবার সুযোগ পেয়েই তা দু’হাত ভরে কাজে লাগাচ্ছেন এই দুই ক্রিকেটার। নজরকাড়া পারফরম্যান্স করে পাচ্ছেন ম্যাচসেরার পুরস্কারও। পাঞ্জাব কিংসের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করছেন রাজা। ৬ ম্যাচে ২৫.৬০ গড় ও ১৪০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১২৮ রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫৭ রান ও ১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ বলে ৩ রান নিয়ে পাঞ্জাবকে এনে দিয়েছেন রুদ্ধশ্বাস এক জয়। বোলিংয়ে ১০.৫৫ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে বোলার লিটলও উইকেট পাচ্ছেন নিয়মিত। ৮.৫০ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

অথচ এবার আইপিএলে খেলার কথা ছিল তিন বাংলাদেশি ক্রিকেটারের। যা বাংলাদেশিদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ। সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানে টুর্নামেন্ট শুরুর আগেই সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। আর লিটন ১ ম্যাচে ৪ রান করার পর কলকাতার জার্সিতে খেলার সুযোগই পাননি। শুক্রবার দেশে ফিরে এসেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। মোস্তাফিজ দুই ম্যাচ খেলে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। ৭ ওভার বোলিং করে ১১.২৯ ইকোনমিতে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

দুই ম্যাচ খেলেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের ক্রিকেটাররাই নন, এবারের আইপিএল মাতাচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটাররাও। পাঁচ আফগান ক্রিকেটার খেলছেন এবারের আইপিএলে। গুজরাটের হয়ে খেলছেন রশিদ খান, নুর আহমাদ; রহমানুল্লাহ গুরবাজ খেলছেন কলকাতার জার্সিতে। নাভিন উল হক লক্ষ্ণৌর হয়ে আর ফজলহক ফারুকি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এমনকি গুজরাটকে নেতৃত্বও দিয়েছেন রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত