Ajker Patrika

ক্রিকেটারদের সঙ্গে ৬৬ কোটি টাকার বার্ষিক চুক্তি করতে চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬: ২৪
ক্রিকেটারদের সঙ্গে ৬৬ কোটি টাকার বার্ষিক চুক্তি করতে চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন চমক। দলের সংখ্যা বাড়ানো, নিত্যনতুন নিয়মসহ প্রতি আইপিএলেই দেখা যায় নানা রকম চমক। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এরপর দেখা যেতে পারে নতুন এক চুক্তি।

আইপিএলের নতুন এই চুক্তি অনেকটা ক্লাব ফুটবলের চুক্তির মতো। শীর্ষপর্যায়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজির কিছু মালিক ইংল্যান্ডের ছয় ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিতে রাজি করানোর চেষ্টা করছেন। পুরো বছর টি-টোয়েন্টি খেলায় তাঁদের সঙ্গে বার্ষিক ৫ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি ২১ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। লন্ডনের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টাইমস লন্ডন’ আইপিএল ফ্র্যাঞ্চাইজির এই প্রস্তাবের কথা জানিয়েছে। ‘দ্য টাইমস’ বলেছে, ‘কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারসহ অন্তত ইংল্যান্ডের ছয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল মালিকদের কথাবার্তার পর প্রাথমিক আলোচনা হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর ১২ মাসের চুক্তির ব্যাপারে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যা অনেকটা শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে চুক্তির কাছাকাছি। দলগুলোর সঙ্গে প্রথমে চুক্তি হয়। এরপর আন্তর্জাতিক ম্যাচের সময় ছেড়ে দেওয়া হয়।’ তবে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কোনোটিরই নাম প্রকাশ করেনি লন্ডনের এই সংবাদমাধ্যম।

৩১ মার্চ শুরু হয়েছে ১৬তম আইপিএল। এখন পর্যন্ত ৩৭ ম্যাচ হয়েছে এবারের টুর্নামেন্টে। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান র‍য়্যালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত