Ajker Patrika

কোহলিদের বিপক্ষে কলকাতার একাদশে নেই লিটন 

কোহলিদের বিপক্ষে কলকাতার একাদশে নেই লিটন 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে লিটন দাস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ কলকাতার একাদশে নেই লিটন।

বেঙ্গালুরুর চিন্নস্বামীতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। কলকাতার চার বিদেশির কোটা পূর্ণ হওয়ায় জায়গা হয়নি লিটনের। জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডেভিড ভিসা-এই চার বিদেশি আজ খেলছেন কলকাতার একাদশে। 

এবারের আইপিএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ এপ্রিল অরুণ জেটলিতে খেলেছিল কলকাতা। এই ম্যাচে ৪ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। আর লিটনের কাছে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে শেখার মঞ্চ। গত ৯ এপ্রিল বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে কাজে দেবে।’ যদি লিটন সুযোগ পান, তাহলে তাঁকে আইপিএলে চাপমুক্ত খেলার পরামর্শ দিয়েছেন। আর এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। 

এই নিয়ে ২০২৩ আইপিএলে অষ্টম ম্যাচ খেলছে কলকাতা। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে কলকাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত