শেষ বলে ম্যাচের নিষ্পত্তি হওয়া যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেনা পরিচিত দৃশ্য। চিদম্বরম স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংসের ম্যাচের ফল এসেছে শেষ বলে। শেষ বলের রোমাঞ্চে শেষ হাসি পাঞ্জাবের। চেন্নাইকে ৪ উইকেটে হারিয়েছে শিখর ধাওয়ানের দল।
২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে পাঞ্জাব। পাঞ্জাবের ইনিংসে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে নামেন প্রভসিমরান সিং। শিখর ধাওয়ান, প্রভসিমরান দুই ওপেনার চেন্নাই বোলারদের বেধড়ক পেটাতে থাকেন। ২৬ বলে ৫০ রানের জুটি গড়েন পাঞ্জাবের এই দুই ওপেনার। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ধাওয়ানের উইকেট নেন তুষার দেশপান্ডে। ১৫ বলে ২৮ রান করেন পাঞ্জাব অধিনায়ক।
ধাওয়ানের পর উইকেটে আসেন অথর্ব তাইদে। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৩১ রানের জুটি গড়েন অথর্ব-প্রভসিমরান। ২৪ বলে ৪২ রান করা প্রভসিমরানের উইকেট নেন রবীন্দ্র জাদেজা। খুব দ্রুত তাইদের উইকেটও তুলে নেন জাদেজা। জাদেজা দ্রুত দুই উইকেট তুলে নিলে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯৪ রান। এরপর চতুর্থ উইকেটে বিধ্বংসী জুটি গড়েন লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। এই দুই ইংলিশ ব্যাটার ৩৩ বলে ৫৭ রানের জুটি গড়েন। লিভিংস্টোনকে ফিরিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি ভাঙেন দেশপান্ডে। ২৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন ইংলিশ এই ব্যাটার।
লিভিংস্টোনের বিদায়ের পর পাঞ্জাবের সমীকরণ দাঁড়ায় ২৫ বলে ৫০ রান। সময়ের সঙ্গে ম্যাচের মোমেন্টাম বদলেছে প্রতি ক্ষণে ক্ষণে। ১৮তম ওভারের প্রথম বলে কারানকে বোল্ড করেন মাথিসা পাথিরানা। ২০ বলে ২৯ রান করেন কারান। এরপরের ওভারে জিতেশ শর্মার উইকেট নেন দেশপান্ডে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ বলে জয়ের জন্য দরকার হয় ৩ রান। সিকান্দার রাজা ৩ রান নিয়ে পাঞ্জাবকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়।
ম্যাচ হেরেও ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়েভ। ৫২ বলে ১৬ চার ও ১ ছক্কায় ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০০ রান করে চেন্নাই। ৫২ বলে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন কনওয়ে। পাঞ্জাব বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, স্যাম কারান, রাহুল চাহার ও সিকান্দার রাজা।
শেষ বলে ম্যাচের নিষ্পত্তি হওয়া যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেনা পরিচিত দৃশ্য। চিদম্বরম স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংসের ম্যাচের ফল এসেছে শেষ বলে। শেষ বলের রোমাঞ্চে শেষ হাসি পাঞ্জাবের। চেন্নাইকে ৪ উইকেটে হারিয়েছে শিখর ধাওয়ানের দল।
২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে পাঞ্জাব। পাঞ্জাবের ইনিংসে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে নামেন প্রভসিমরান সিং। শিখর ধাওয়ান, প্রভসিমরান দুই ওপেনার চেন্নাই বোলারদের বেধড়ক পেটাতে থাকেন। ২৬ বলে ৫০ রানের জুটি গড়েন পাঞ্জাবের এই দুই ওপেনার। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ধাওয়ানের উইকেট নেন তুষার দেশপান্ডে। ১৫ বলে ২৮ রান করেন পাঞ্জাব অধিনায়ক।
ধাওয়ানের পর উইকেটে আসেন অথর্ব তাইদে। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৩১ রানের জুটি গড়েন অথর্ব-প্রভসিমরান। ২৪ বলে ৪২ রান করা প্রভসিমরানের উইকেট নেন রবীন্দ্র জাদেজা। খুব দ্রুত তাইদের উইকেটও তুলে নেন জাদেজা। জাদেজা দ্রুত দুই উইকেট তুলে নিলে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯৪ রান। এরপর চতুর্থ উইকেটে বিধ্বংসী জুটি গড়েন লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। এই দুই ইংলিশ ব্যাটার ৩৩ বলে ৫৭ রানের জুটি গড়েন। লিভিংস্টোনকে ফিরিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি ভাঙেন দেশপান্ডে। ২৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন ইংলিশ এই ব্যাটার।
লিভিংস্টোনের বিদায়ের পর পাঞ্জাবের সমীকরণ দাঁড়ায় ২৫ বলে ৫০ রান। সময়ের সঙ্গে ম্যাচের মোমেন্টাম বদলেছে প্রতি ক্ষণে ক্ষণে। ১৮তম ওভারের প্রথম বলে কারানকে বোল্ড করেন মাথিসা পাথিরানা। ২০ বলে ২৯ রান করেন কারান। এরপরের ওভারে জিতেশ শর্মার উইকেট নেন দেশপান্ডে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ বলে জয়ের জন্য দরকার হয় ৩ রান। সিকান্দার রাজা ৩ রান নিয়ে পাঞ্জাবকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়।
ম্যাচ হেরেও ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়েভ। ৫২ বলে ১৬ চার ও ১ ছক্কায় ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০০ রান করে চেন্নাই। ৫২ বলে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন কনওয়ে। পাঞ্জাব বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, স্যাম কারান, রাহুল চাহার ও সিকান্দার রাজা।
অনিশ্চয়তা কাটিয়ে নেপালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে শেষ পর্যন্ত অংশ নেয় বাংলাদেশ টেবিল টেনিস দল। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেনি। চার ম্যাচের চারটিতেই হেরেছে পুরুষ ও মহিলা দল। সূত্রে জানা গেছে, এসএ গেমসকে সামনে রেখে দুই মাসের জন্য থাইল্যান্ডের কোচ পাস্সারা পাত্তারাথোর্নকে নিয়োগ দিতে যাচ্ছে টেবিল...
০১ জানুয়ারি ১৯৭০ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ দেখা হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। স্টার স্পোর্টস ১ ম্যাচটি সম্প্রচার করবে।
৩৪ মিনিট আগেভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে অপ্রত্যাশিত একটা ফাঁকা সূচি তৈরি হয়েছিল বাংলাদেশ দলের সামনে। এই ফাঁকা সময়ে শুধু নেট সেশন করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ খেলতে গেলে প্রস্তুতির একটা ঘাটতির আশঙ্কা থেকে যায়। সে কারণে এ মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ...
১ ঘণ্টা আগেএক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১ ঘণ্টা আগে