বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টেও বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে বৃষ্টিও। বৃষ্টিতে গতকাল তৃতীয় দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। তবু এই টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। ৩২৬ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।