Ajker Patrika

সূর্য-ইশানদের টেস্ট দলে নিল ভারত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৩: ০৪
সূর্য-ইশানদের টেস্ট দলে নিল ভারত

সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন সূর্যকুমার যাদব ও ইশান কিষান। সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার যেন তাঁরা পেলেন টেস্ট দলে ডাক পেয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন এ দুই ভারতীয় ক্রিকেটার।

ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। আর ভারত গতকাল প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে, যেখানে ভারতের জার্সিতে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন সূর্যকুমার ও ইশান। সূর্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে ৪৪.৭৫ গড়ে করেছেন ৫৫৪৯ রান। করেছেন ১৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটি। আর ইশান প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান করেছেন। ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৬ ফিফটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। রোহিত গত বছরের ডিসেম্বরে আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। বরাবরের মতো এই দলেও জায়গা হয়নি জসপ্রীত বুমরার। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তবে বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে।

৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্ট দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, চেতেশ্বর পূজারা, ইশান কিশান (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত