Ajker Patrika

জোড়া সেঞ্চুরিতে সিডনি টেস্টেও আধিপত্য অস্ট্রেলিয়ার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪: ১৭
জোড়া সেঞ্চুরিতে সিডনি টেস্টেও আধিপত্য অস্ট্রেলিয়ার

টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে গেছেন উসমান খাজা। এখন লক্ষ্য অভিজাত সংস্করণে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করা। সে পথে ভালোভাবেই আছেন তিনি। আজই হয়তো দ্বিশতকের উদ্‌যাপন করতে পারতেন এই ওপেনার।

তবে সময় থাকলেও খাজার দ্বিশতকে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রথম দিনের মতো আজও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে অপরাজিত আছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন সিডনি টেস্টে করোনায় আক্রান্ত হওয়া ৫ রানে অপরাজিত থাকা ম্যাট রেনশ। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৭৫ রান। প্রথম দুই টেস্টের মতো সিডনিতেও দাপট দেখাচ্ছে স্বাগতিকেরা।

২ উইকেটে ১৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুটাও দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে বড় জুটি গড়েন গত দিনের ৫৪ রানে অপরাজিত থাকা ব্যাটার খাজা। ২০৯ রানের জুটি গড়েন দুজনে। এই জুটি গড়ার পথে দুজনেই সেঞ্চুরি করেছেন।

সিডনি টেস্টে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি করেছেন স্মিথ। এই শতক দিয়ে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ২৯ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে ম্যাথু হেইডেনের সঙ্গে তিনে আছেন এই ব্যাটার। সেঞ্চুরিতে যৌথভাবে থাকলেও সাবেক ওপেনারকে রানে ছাড়িয়ে গেছেন তিনি।

বর্তমানে ৬০.৮৯ গড়ে ৯২ টেস্টে ৮৬৪৭ রানে চারে আছেন স্মিথ। আর ১০৩ টেস্টে ৮৬২৫ রান নিয়ে ছয়ে আছেন হেইডেন। সব মিলিয়ে রান ও সেঞ্চুরির তালিকায় সবার ওপরে আছেন ৪১ সেঞ্চুরিতে ১৩৩৭৮ রান করা সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

একই সঙ্গে এই মাঠে ১০০০ রানও ছাড়িয়ে গেছেন স্মিথ। ১০৪ রানে তিনি ফিরলেও দিন শেষে ১৯৫ রানে অপরাজিত আছেন খাজা। সতীর্থের সেঞ্চুরির আগেই দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

পরে ট্রাভিস হেডের সঙ্গেও সেঞ্চুরির জুটি গড়েন খাজা। চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়েন তাঁরা। ওয়ানডে স্টাইলে মাত্র ৫৯ বলে ৭০ রান করে হেড ফিরলেও অবিচল আছেন খাজা। দিনের শেষ সেশনেই ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারতেন তিনি। 

সময় থাকলেও বেরসিক বৃষ্টি স্মরণীয় মুহূর্তটা গড়তে খাজাকে পরের দিনের অপেক্ষায় রাখল। ব্যক্তিগত ১৯৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। তাঁকে সঙ্গ দেবেন প্রায় পাঁচ বছর পর আবারও দলে ফেরা রেনশ। ৫ রানে অপরাজিত আছেন তিনি। প্রথম দিনের মতো আজকের দুই উইকেটের একটি করে নিয়েছেন কেশব মহারাজ ও কাগিসো রাবাদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত