ক্রীড়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে অজিরা।
সিরিজের সঙ্গে জড়িত অংশীদার ও অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবান নারীদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অজিরা সিরিজ বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রশিদ খান। উল্টো হুমকি দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে না খেলার বিবেচনা করছেন আফগান স্পিনার, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে আমরা বেশ উন্নতিও করছি। “সিএ”-এর এই সিদ্ধান্ত আমাদের এই পদযাত্রাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।’
টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে রশিদ খান খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। অজিরা সিরিজ বাতিল করায় এই লিগে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চান না জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ লেখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়, তবে আমি বিগ ব্যাশে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।’
‘সিএ’-এর সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, ‘মার্চে তিন ম্যাচের ঘরোয়া সিরিজ বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে এসিবি হতাশ ও মনঃক্ষুণ্ন।’
এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে এসিবি। এভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলকে অন্যায় ও অপ্রত্যাশিত হিসেবে মনে করছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে অজিরা।
সিরিজের সঙ্গে জড়িত অংশীদার ও অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবান নারীদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অজিরা সিরিজ বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রশিদ খান। উল্টো হুমকি দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে না খেলার বিবেচনা করছেন আফগান স্পিনার, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে আমরা বেশ উন্নতিও করছি। “সিএ”-এর এই সিদ্ধান্ত আমাদের এই পদযাত্রাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।’
টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে রশিদ খান খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। অজিরা সিরিজ বাতিল করায় এই লিগে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চান না জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ লেখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়, তবে আমি বিগ ব্যাশে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।’
‘সিএ’-এর সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, ‘মার্চে তিন ম্যাচের ঘরোয়া সিরিজ বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে এসিবি হতাশ ও মনঃক্ষুণ্ন।’
এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে এসিবি। এভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলকে অন্যায় ও অপ্রত্যাশিত হিসেবে মনে করছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।
‘আমার ভালো লাগছে আপনারা সবাই এসেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’—গ্রামের মানুষের অভিবাদনের জবাব এভাবেই দিলেন হামজা দেওয়ান চৌধুরী। তাঁকে একপলক দেখতে বাড়ির পাশে অস্থায়ী মঞ্চে হাজির হয়েছিল হাজারো মানুষ। হামজা তাদের নিরাশ করেননি। ওই দুই লাইনের কথাতেই মন ভরিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগেএবারের চ্যাম্পিয়নস ট্রফিটা পাকিস্তানের জন্য ছিল ভুলে যাওযার মতোই। নিউজিল্যান্ড, ভারতের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতি হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা।
৮ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
৯ ঘণ্টা আগেসুদূর ইংল্যান্ড থেকে গত রাতেই বাংলাদেশের বিমান ধরেন হামজা চৌধুরী। আজ যখন তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন, তখন আনন্দ-উৎসব বহুগুণে বেড়ে গেল। সিলেটের বিমানবন্দরে হামজার জন্যই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন সকাল থেকে। বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে