ভাঙারির দোকানে রিকশার যন্ত্রাংশ বেচতে গিয়ে ধরা পড়ল খুনিরা
রাজধানীর মাতুয়াইলের গ্রিন মডেল টাউন এলাকার পাশের শণখেতে হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় এক তরুণের পচাগলা মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা–পুলিশ। পেশায় রিকশাচালক মো. নয়ন নামের এই তরুণ তিন ছিনতাইকারীর হাতে খুন হন। পুলিশ বলছে, রিকশা ছিনতাইয়ের সময় নয়নকে হত্যা করেন দীন ইসলাম, নিজাম ও মমিনুল হক ওরফে মকবুল।