Ajker Patrika

শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সেই মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাঁকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাসার ওয়ারড্রপ থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

উল্লেখ্য, গত ২১ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গুলির ঘটনায় ফরিদ নামে এক কলেজছাত্র নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত