‘সাইবার ফোর্স সনাতনী’র দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট
হ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।