Ajker Patrika

স্থগিত হতে পারে ১৫ ফেডারেশনের আর্থিক বরাদ্দ

অনলাইন ডেস্ক
সরকারি নির্দেশনা অমান্য করে শাস্তির মুখে ১৫ ফেডারেশন। ছবি: সংগৃহীত
সরকারি নির্দেশনা অমান্য করে শাস্তির মুখে ১৫ ফেডারেশন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদ্‌যাপনের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনো কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে পারে।

ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কর্মপরিকল্পনা জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা জমা দেওয়া দূরে থাক আজ পর্যন্ত ৭টি ফেডারেশন ও ৮টি অ্যাসোসিয়েশন থেকে কোনো সাড়াই পায়নি এনএসসি। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে পরিষদ। এনএসসির আইনের ধারা-২৩ (গ) অনুসারে এ ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। কিন্তু নির্দেশনা না মানায় এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করে দিতে পারে সংস্থাটি। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

শাস্তির মুখে পড়তে যাওয়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো হলো-বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, বাংলাদেশ প্যারা আরচারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বাশআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ খিউকুশীন অ্যাসোসিয়েশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

বান্দরবানে এনসিপি নেতা সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত