যে কথা যায় না বলা
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় গত কয়েক মাসে পাড়ি জমিয়েছেন রাশিয়ার পাঁচ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার দেশটিতে পৌঁছানো একটি ফ্লাইটে এমন ৩৩ জন রুশ নারী ছিলেন। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই নারীরা।