রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’
রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’
রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
২৯ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
৩৬ মিনিট আগে