গাইবান্ধা প্রতিনিধি
অনাগত প্রথম সন্তানের জন্ম কোথায় হবে, গোবিন্দগঞ্জের বাবার বাড়িতে, নাকি কর্মস্থল রাজধানীতে স্বামীর বাসায়—পরিবারের সঙ্গে এ নিয়েই চলছিল পরিকল্পনা। প্রথম নাতিকে ঘিরে নানা আবেগের গল্প বুনছিলেন তিনি। সে আর হলো না! মায়ের উদরে গোবিন্দগঞ্জের নানার বাড়িতেই ফিরল সেই অনাগত শিশু। কিন্তু দুজনেই নিষ্প্রাণ! সেই শোক কীভাবে সইবেন হারুন মিয়া!
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা রানু ফারাবী ওরফে হাসনা হেনা (২৭)। প্রাণ বাঁচাতে তারে ঝুলে নামতে গিয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের হারুন মিয়ার মেয়ে।
আজ শুক্রবার সতিতলা গ্রামে রানুদের বাড়ি গিয়ে দেখা যায় সেখানে স্বজনদের ভিড়। কান্নার রোল পড়ে গেছে। স্বজনদের বিলাপে আকাশ–বাতাস ভারী হয়ে উঠেছে।
বিলাপ করতে করতে হারুন মিয়া বলেন, ‘তোমরা হামার মাইয়াটাক আনে দেও। কয়েক দিন আগেও কত স্বপ্ন। মাইয়ার ছাওয়াল কোথায় হবে? ঢাকাত নাকি হামার বাড়িত। এখন হামি কী করমো। আমার সব স্বপ্ন শেষ বাবারে। এখন কী নিয়ে হামি বাঁচমো।’
স্বজনেরা জানিয়েছেন, রানু ফারাবী ওরফে হাসনা হেনা রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ৯ম তলায় ইন্টারনেট সার্ভিস কোম্পানি অরবিটের সেলস বিভাগে চাকরি করতেন। গতকাল বিকেলে ওই ভবনের ১৩ তলায় আগুন লাগলে অন্য সবার মতো তিনিও প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ইন্টারনেট সরবরাহের তারে ঝুলে নামার চেষ্টা করেন। কিন্তু তার ছিঁড়ে পড়ে যান নিচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রানু ফারাবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পরপরই পরিবারের লোকজনের কাছে খবর পাঠান কোম্পানির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা। রাজশাহীর বাসিন্দা আশরাফুল ইসলাম সানির সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় রানুর।
ঢাকা থেকে মরদেহ আসার পর আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে রানুর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, খাজা টাওয়ারে আগুন রানুসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন। ওই ভবনে বেশ কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের অফিস। ফলে অগ্নিকাণ্ডের পর ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
অনাগত প্রথম সন্তানের জন্ম কোথায় হবে, গোবিন্দগঞ্জের বাবার বাড়িতে, নাকি কর্মস্থল রাজধানীতে স্বামীর বাসায়—পরিবারের সঙ্গে এ নিয়েই চলছিল পরিকল্পনা। প্রথম নাতিকে ঘিরে নানা আবেগের গল্প বুনছিলেন তিনি। সে আর হলো না! মায়ের উদরে গোবিন্দগঞ্জের নানার বাড়িতেই ফিরল সেই অনাগত শিশু। কিন্তু দুজনেই নিষ্প্রাণ! সেই শোক কীভাবে সইবেন হারুন মিয়া!
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা রানু ফারাবী ওরফে হাসনা হেনা (২৭)। প্রাণ বাঁচাতে তারে ঝুলে নামতে গিয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের হারুন মিয়ার মেয়ে।
আজ শুক্রবার সতিতলা গ্রামে রানুদের বাড়ি গিয়ে দেখা যায় সেখানে স্বজনদের ভিড়। কান্নার রোল পড়ে গেছে। স্বজনদের বিলাপে আকাশ–বাতাস ভারী হয়ে উঠেছে।
বিলাপ করতে করতে হারুন মিয়া বলেন, ‘তোমরা হামার মাইয়াটাক আনে দেও। কয়েক দিন আগেও কত স্বপ্ন। মাইয়ার ছাওয়াল কোথায় হবে? ঢাকাত নাকি হামার বাড়িত। এখন হামি কী করমো। আমার সব স্বপ্ন শেষ বাবারে। এখন কী নিয়ে হামি বাঁচমো।’
স্বজনেরা জানিয়েছেন, রানু ফারাবী ওরফে হাসনা হেনা রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ৯ম তলায় ইন্টারনেট সার্ভিস কোম্পানি অরবিটের সেলস বিভাগে চাকরি করতেন। গতকাল বিকেলে ওই ভবনের ১৩ তলায় আগুন লাগলে অন্য সবার মতো তিনিও প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ইন্টারনেট সরবরাহের তারে ঝুলে নামার চেষ্টা করেন। কিন্তু তার ছিঁড়ে পড়ে যান নিচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রানু ফারাবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পরপরই পরিবারের লোকজনের কাছে খবর পাঠান কোম্পানির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা। রাজশাহীর বাসিন্দা আশরাফুল ইসলাম সানির সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় রানুর।
ঢাকা থেকে মরদেহ আসার পর আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে রানুর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, খাজা টাওয়ারে আগুন রানুসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন। ওই ভবনে বেশ কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের অফিস। ফলে অগ্নিকাণ্ডের পর ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে