Ajker Patrika

ব্যবহারকারীকে ‘সময়মতো ঘুমাতে’ বলবে টিকটক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২১: ০১
ব্যবহারকারীকে ‘সময়মতো ঘুমাতে’ বলবে টিকটক

টিকটক ব্যবহারকারীরা রাতে ঘণ্টার পর ঘণ্টা জেগে থাকেন—এমন অভিযোগের কথা শোনা যায় প্রায়ই। এই অভিযোগ আমলে নিয়ে ‘স্লিপ রিমাইন্ডার’ নামের নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে টিকটক। এ ফিচার ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানানোর পাশাপাশি ঘুমের পুরোটা সময় (৭ ঘণ্টা) নোটিফিকেশন বন্ধ রাখবে টিকটক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে। 

টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, টিকটক অ্যাপের সেটিংসে ‘স্ক্রিন টাইম’ অপশনে নতুন এ সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা এখান থেকেই ‘স্লিপ রিমাইন্ডার’ অপশন থেকে ঘুমানোর সময় নির্ধারণ করে দিতে পারবেন। এরপর নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানাবে টিকটক অ্যাপ। পরবর্তী সাত ঘণ্টা টিকটকের নোটিফিকেশন বন্ধ থাকবে। 

টিকটকের একজন মুখপাত্র বলেন, ‘টিকটক ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার নিয়ে কাজ চলছে।’ 

সম্প্রতি, ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা চালু করেছে টিকটক। ব্যবহারকারীরা ভিডিওর এক পাশে ‘ফুল স্ক্রিন’ বাটন দেখতে পাবেন। এতে ক্লিক করলেই ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারবেন ব্যবহারকারীরা। 

ধারণা করা হচ্ছে, ইউটিউবকে প্রতিযোগিতায় পেছনে ফেলতেই নিত্যনতুন ফিচার আনছে টিকটক। গত বছর প্ল্যাটফর্মটি ১০ মিনিট ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোড করার সুবিধা নিয়ে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত