প্রযুক্তি ডেস্ক
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা গেল এই মাইক্রো ব্লগের সাইটে। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম-এর লোগো ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট।
মাস্ক এই পরিবর্তনের কারণ এখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হচ্ছে, এটি মাস্কের এপ্রিল ফুল উপলক্ষে মজার একটি অংশ। আবার অনেকে ধারণা করছেন, মাস্ক ক্রিপ্টো কারেন্সির পড়ন্ত বেলায় ডজকয়েনকে সুবিধা দিতেই এ কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, লোগো বদলের এই সিদ্ধান্ত সাময়িক। কারণ, টুইটার বলতে মানুষ সেই নীল পাখিটিকেই চেনে।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা গেল এই মাইক্রো ব্লগের সাইটে। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম-এর লোগো ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট।
মাস্ক এই পরিবর্তনের কারণ এখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হচ্ছে, এটি মাস্কের এপ্রিল ফুল উপলক্ষে মজার একটি অংশ। আবার অনেকে ধারণা করছেন, মাস্ক ক্রিপ্টো কারেন্সির পড়ন্ত বেলায় ডজকয়েনকে সুবিধা দিতেই এ কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, লোগো বদলের এই সিদ্ধান্ত সাময়িক। কারণ, টুইটার বলতে মানুষ সেই নীল পাখিটিকেই চেনে।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
মিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে আবারও নজির গড়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার সংক্ষেপে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে পৌঁছায় কোম্পানিটি এর আগে কেবল এনভিডিয়া এ মাইলফলকে পৌঁছেছিল।
২ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করতে এখন থেকে কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকতে হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক হতে হবে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ২০২৫ সালের যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে বরাদ্দকৃত বাজেটের চেয়েও বেশি এই ব্যয়।
৫ ঘণ্টা আগে