প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।
বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।
গ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
৩ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
৪ ঘণ্টা আগেফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
৬ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৯ ঘণ্টা আগে