প্রযুক্তি ডেস্ক
এখন থেকে ব্যবহারকারীরা ইউটিউব মিউজিকে গান চালু করলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। তবে এই সুবিধাটি সেটিংস থেকে চালু করে নিতে হবে। আপাতত ফিচারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফিচারটি আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর জন্যও চালু হবে বলে জানিয়েছে ইউটিউব।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধাটি কেবলমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পাবেন। নতুন ফিচারটিতে সর্বশেষ চালু হওয়া ২০০টি গান স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরবর্তীতে আর দেখা যায় না। গত ফেব্রুয়ারিতে নতুন এই ফিচারটি প্ল্যাটফর্মে আনার কথা জানিয়েছিল ইউটিউব মিউজিক।
সম্প্রতি ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর ঘোষণা দেয় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
এর আগে, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব, যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কি না– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
এখন থেকে ব্যবহারকারীরা ইউটিউব মিউজিকে গান চালু করলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। তবে এই সুবিধাটি সেটিংস থেকে চালু করে নিতে হবে। আপাতত ফিচারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফিচারটি আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর জন্যও চালু হবে বলে জানিয়েছে ইউটিউব।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধাটি কেবলমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পাবেন। নতুন ফিচারটিতে সর্বশেষ চালু হওয়া ২০০টি গান স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরবর্তীতে আর দেখা যায় না। গত ফেব্রুয়ারিতে নতুন এই ফিচারটি প্ল্যাটফর্মে আনার কথা জানিয়েছিল ইউটিউব মিউজিক।
সম্প্রতি ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর ঘোষণা দেয় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
এর আগে, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব, যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কি না– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
১ দিন আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
১ দিন আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
১ দিন আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
১ দিন আগে