Ajker Patrika

টুইটারের সিইও হয়ে ‘সকাল-সন্ধ্যা কাজের চাপে’ ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২১: ১৮
Thumbnail image

টুইটারের সিইওর দায়িত্ব নেওয়ার পর কাজের চাপে প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছেন ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি সপ্তাহের ৭ দিনই সকাল থেকে সন্ধ্যা কাজ করছি।’

টুইটার অধিগ্রহণের পর টেসলার নেতৃত্ব সামলানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘এতটুক নিশ্চিত যে আমার হাতে ইতিমধ্যেই অনেক কাজ জমে আছে।’

ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনটিতে অংশ নেন মাস্ক।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই নেটিজেনদের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। তাঁর নতুন নতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে বিতর্কের। টুইটার নিয়ে তাঁর ব্যস্ততার প্রভাব টেসলায় পড়বে কিনা তা নিয়ে ভাবছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা।

টেসলার ব্যাটারি নির্মাণে বিনিয়োগের জন্য চুক্তি করতে চেষ্টা করছে ইন্দোনেশিয়া। এ ছাড়া ইলন মাস্কের মহাকাশ ভ্রমণ সেবাদাতা কোম্পানি ‘স্পেস-এক্স’ এর সঙ্গে রকেট উৎক্ষেপণকেন্দ্র তৈরির চিন্তা-ভাবনাও করছে ইন্দোনেশিয়া।  

দুটি প্রস্তাবেই কোনো প্রতিশ্রুতি দেননি ইলন মাস্ক। তিনি বলেন, ‘বিদ্যুচ্চালিত গাড়ি সরবরাহে ইন্দোনেশিয়া একটি বড় ভূমিকা রেখেছে এবং স্পেসএক্সের জন্য বিশ্বজুড়ে একাধিক রকেট উৎক্ষেপণকেন্দ্র থাকা দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত