কুহেলী রহমান
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
গুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১ ঘণ্টা আগেকোড হোস্টের অনলাইন প্ল্যাটফর্ম গিটহাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস ডোমকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মধ্য দিয়ে মাইক্রোসফট গিটহাবকে তাদের কোরএআই দলের অধীনে আরও ঘনিষ্ঠভাবে অন্তর্ভুক্ত করছে। প্রায় চার বছর সিইও হিসেবে দায়িত্ব পালনের পর ডোমকে গিটহাব ও মাইক্রোসফট ছেড়ে নতুন একটি স্টার্টআপ শুরু
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করা স্যাম অল্টম্যান এবার মনোযোগ দিচ্ছেন মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তিতে। তিনি ‘মার্জ ল্যাবস’ নামে একটি নতুন স্টার্টআপ সহ-প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আছেন। এই স্টার্টআপ প্রতিষ্ঠার মাধ্যমে ইলন মাস্কের নিউরালিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে...
৩ ঘণ্টা আগে