প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। গত মাসের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন এনেছে মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে টিমসের প্রিমিয়াম সংস্করণ উন্মুক্ত করবে কোম্পানিটি। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
সম্প্রতি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। গত মাসের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন এনেছে মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে টিমসের প্রিমিয়াম সংস্করণ উন্মুক্ত করবে কোম্পানিটি। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
সম্প্রতি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২ দিন আগে