Ajker Patrika

বিনা মূল্যে আর মিলবে না মাইক্রোসফট ‘টিমসের’ সব সুবিধা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০: ৫৭
বিনা মূল্যে আর মিলবে না মাইক্রোসফট ‘টিমসের’ সব সুবিধা

মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট। 

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। গত মাসের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন এনেছে মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে টিমসের প্রিমিয়াম সংস্করণ উন্মুক্ত করবে কোম্পানিটি। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন। 

মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে। 

সম্প্রতি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান। 

মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

১০-১২ বছর খেলেও সিনিয়র হতে পারিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত