ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৪ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৪ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৫ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৫ ঘণ্টা আগে