ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো আয়োজন করেছে টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি প্রাঙ্গণে আজ বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক...
৭ ঘণ্টা আগেঅ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
১৫ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
১৭ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১৯ ঘণ্টা আগে