প্রযুক্তি ডেস্ক
অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের।
এদিকে সম্প্রতি টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’
শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের।
এদিকে সম্প্রতি টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’
শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
অ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
১২ ঘণ্টা আগেবিশ্বের অধিকাংশ কিশোর–কিশোরীদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর–কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে সম্পূর্ণে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ
১৩ ঘণ্টা আগেডিজিটাল যুগে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট, মেসেজ, ইমেইলের—প্রতিটি নোটিফিকেশনের জন্য উন্মুখ হয়ে থাকেন অনেকেই। প্রথমে মনে হয়—এটা হয়তো এক ধরনের স্বাভাবিক অভ্যাস। তবে প্রতিটি নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশন আসলে মনের গভীরে থাকা কিছু অজানা উদ্বেগকে বাড়ি
১৩ ঘণ্টা আগেশক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট
১৮ ঘণ্টা আগে