প্রযুক্তি ডেস্ক
টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। ‘ফর ইউ’ ফিড মুছে ফেলার সুবিধা নিয়ে এসেছে টিকটক। ফলে নতুন করে দেখা ভিডিওর ইতিহাস পর্যালোচনা করে পরিবর্তিত ভিডিও প্রদর্শন করবে টিকটক।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, টিকটকের জানিয়েছে, ফর ইউ ফিডে যুক্ত হওয়া রিফ্রেশের সুবিধা যেকোনো সময় ব্যবহার করা যাবে। এ সুবিধা চালু করতে কনটেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করে ‘রিফ্রেশ ইওর ফর ইউ ফিড’ নির্বাচন করলেই ফর ইউ ফিডে নতুন ভিডিও দেখা যাবে।
সম্প্রতি, ‘ফর ইউ’ ও ‘ফলোয়িং’ ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখার ঘোষণা দেয় টিকটক। যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।
টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। ‘ফর ইউ’ ফিড মুছে ফেলার সুবিধা নিয়ে এসেছে টিকটক। ফলে নতুন করে দেখা ভিডিওর ইতিহাস পর্যালোচনা করে পরিবর্তিত ভিডিও প্রদর্শন করবে টিকটক।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, টিকটকের জানিয়েছে, ফর ইউ ফিডে যুক্ত হওয়া রিফ্রেশের সুবিধা যেকোনো সময় ব্যবহার করা যাবে। এ সুবিধা চালু করতে কনটেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করে ‘রিফ্রেশ ইওর ফর ইউ ফিড’ নির্বাচন করলেই ফর ইউ ফিডে নতুন ভিডিও দেখা যাবে।
সম্প্রতি, ‘ফর ইউ’ ও ‘ফলোয়িং’ ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখার ঘোষণা দেয় টিকটক। যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
১ দিন আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
১ দিন আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
১ দিন আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
১ দিন আগে