Ajker Patrika

টেলিগ্রাম অ্যাপে নতুন ফিচার

নাহিয়ান ইসলাম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪: ০৮
টেলিগ্রাম অ্যাপে নতুন ফিচার

মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।

জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া  জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।

ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।

এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের 
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়। 
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।

লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।

টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত