প্রযুক্তি ডেস্ক
ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব। যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কিনা– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
এর আগে, নতুন একটি ফিচার আনার ঘোষণা দেয় ইউটিউব। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন।
‘গো লাইভ টুগেদার’ ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব। যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কিনা– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
এর আগে, নতুন একটি ফিচার আনার ঘোষণা দেয় ইউটিউব। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন।
‘গো লাইভ টুগেদার’ ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ১০–এ একটি নতুন ক্যামেরা যুক্ত হতে পারে। ফোনটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। এতে একটি ছোট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
১৩ মিনিট আগেবর্তমান সেরা এআই প্রযুক্তি সাধারণত চ্যাট উইন্ডোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে গুগল ডিপমাইন্ড একটি নতুন যুগের সূচনা করেছে। নতুন দুটি এআই মডেল চালু করেছে গুগল, যা রোবটগুলোকে ‘বিশ্বস্তভাবে আরও বিস্তৃত বাস্তব কাজ’ সম্পাদন করতে সাহায্য করবে।
১ ঘণ্টা আগেচিপ শিল্পের বর্ষীয়ান এবং কোম্পানির সাবেক বোর্ড সদস্য লিপ-বু ট্যানকে গত বুধবার নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টেল। এই নিয়োগ ১৮ মার্চ থেকে কার্যকর হবে। তবে ঐতিহ্যবাহী এই চিপ কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে, এটি তার চিপ ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং অপারেশনগুলো আলাদা করার পরিকল্পনা ত্যাগ করতে পারে।
৩ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য থাকলে একের পর এক বার্তা আসতে থাকে। তাই গ্রুপ অ্যাডমিনের পক্ষে বার্তার প্রবাহ নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এ ছাড়া এত মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে গ্রুপের অন্যান্য সদস্যের মেসেজ পাঠানোর সুযোগ বন্ধ করে দেওয়া যায়।
৫ ঘণ্টা আগে