Ajker Patrika

স্থগিত বাকি অ্যাকাউন্টগুলোও ফিরিয়ে আনার পরিকল্পনা ইলন মাস্কের

প্রযুক্তি ডেস্ক
স্থগিত বাকি অ্যাকাউন্টগুলোও ফিরিয়ে আনার পরিকল্পনা ইলন মাস্কের

ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট আবার চালু করার পর স্থগিত হওয়া বাকি অ্যাকাউন্টগুলোও ফিরিয়ে আনার পরিকল্পনা করছে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। 

স্থানীয় সময় বুধবার বিকেলে ইলন মাস্ক টুইট করে এ ব্যাপারে একটি অনলাইন ভোট কার্যক্রম চালু করেন। টুইটে তিনি জানতে চান, ‘টুইটারের যে সকল অ্যাকাউন্ট কোনো আইন ভঙ্গ করেনি, আর স্প্যামের সঙ্গে যুক্ত না থেকেও অন্য কোনো কারণে স্থগিত হয়েছে, সে সকল অ্যাকাউন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাঁদের অ্যাকাউন্ট আবার চালু করা যায় কিনা।’ ইলন মাস্কের এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে ‘হ্যাঁ/না’ ভোটের মাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২৬ লাখ ৫২ হাজার টুইটার ব্যবহারকারী ভোট করেছেন এই পোলে। যার ৭২ শতাংশই সাধারণ ক্ষমা ঘোষণার পক্ষে ভোট দিয়েছেন। 

তবে এটি অস্পষ্ট যে বর্তমানে কতজন টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত রয়েছে আর ঠিক কত দিন ধরে রয়েছে। 

এক সপ্তাহের মধ্যে টুইটারে পোস্ট করা এটি ইলন মাস্কের দ্বিতীয় পোল। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনার ব্যাপারে পোল চালু করেছিলেন মাস্ক। প্রায় দেড় কোটি মানুষ অনলাইন ভোটে অংশগ্রহণ করেন। এর প্রায় ৫১ দশমিক ৮ শতাংশ ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পক্ষে ভোট দেন। 

তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার তিনি বলেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল করছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’ টুইটারে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত