প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি মেটার নতুন একটি অ্যাপের দেখা পাওয়া গেছে। একটি ফাঁস হওয়া মার্কেটিং স্লাইডে অ্যাপটির বিস্তারিত দেখতে পাওয়া যায়। মেটা এটিকে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ বলছে। তবে টেক্সট বেজড হওয়ায় নতুন এই অ্যাপটি দেখতে একদম টুইটারের মতো।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির আলাদা কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম— পিনাইনটু। নতুন অ্যাপটি ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে। ফলে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের।
অ্যাপের ভেতর সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে। ছবি বা গানও যুক্ত করা যাবে পোস্টে। ফাঁস হওয়া স্লাইডটিতে মাত্র দুটি স্ক্রিনশট দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্ল্যাটফর্মটি আনছে মেটা।
এদিকে, নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
সম্প্রতি মেটার নতুন একটি অ্যাপের দেখা পাওয়া গেছে। একটি ফাঁস হওয়া মার্কেটিং স্লাইডে অ্যাপটির বিস্তারিত দেখতে পাওয়া যায়। মেটা এটিকে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ বলছে। তবে টেক্সট বেজড হওয়ায় নতুন এই অ্যাপটি দেখতে একদম টুইটারের মতো।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির আলাদা কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম— পিনাইনটু। নতুন অ্যাপটি ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে। ফলে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের।
অ্যাপের ভেতর সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে। ছবি বা গানও যুক্ত করা যাবে পোস্টে। ফাঁস হওয়া স্লাইডটিতে মাত্র দুটি স্ক্রিনশট দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্ল্যাটফর্মটি আনছে মেটা।
এদিকে, নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
২ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে