Ajker Patrika

এবার ইউটিউব শর্টস থেকে আয় করা যাবে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০: ০৯
এবার ইউটিউব শর্টস থেকে আয় করা যাবে

‘শর্টস’ ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ করে দিচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন ‘পার্টনার প্রোগ্রাম’ চুক্তির অংশ হিসেবে ইউটিউবে ‘শর্টস’ নির্মাতারা আয় শুরু করতে পারবেন।

ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার, এই ফিচারে ৬০ সেকেন্ডের কম ব্যাপ্তির ভিডিও আপলোড করা যায়। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে, ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ইউটিউব শর্টসের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা। 

ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের শর্তাবলি মেনে নিতে নির্মাতারা সময় পাচ্ছেন আগামী ১০ জুলাই পর্যন্ত। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউব নতুন ‘মনিটাইজেশন মডিউল’ চালু করছে। ফলে নির্মাতারা ইউটিউবে সহজ নিয়মে অর্থ উপার্জনের সুবিধা পাবেন। 

শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে। তখনই তাঁরা নতুন ‘শর্টস মনিটাইজেশন মডিউল’ গ্রহণ করতে পারবেন। 

বর্তমানে শর্টস ভিডিওর নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটরস ফান্ড’ নামের একটি তহবিলের সুবিধা রয়েছে ইউটিউবের। এর আওতায় জনপ্রিয় শর্টস ভিডিওর নির্মাতারা মাসে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পান। কিন্তু বিশ্বের সব দেশে এ সুবিধা চালু না থাকায় সব নির্মাতা এ তহবিলের মাধ্যমে আয়ের সুযোগ পান না। আগামী মাস থেকে শর্টসে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগ চালু হলে তহবিলের সুবিধা আর থাকবে না। 

ইউটিউব শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে শেয়ার করা যায়। দৈর্ঘ্যে ছোট হওয়ায় এসব ভিডিও ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে শর্টস ভিডিওর ফিচার চালু করে ইউটিউব কর্তৃপক্ষ। বর্তমানে প্রতি মাসে ইউটিউব শর্টস ব্যবহার করেন প্রায় ১৫০ কোটি মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

১০-১২ বছর খেলেও সিনিয়র হতে পারিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত