রেকর্ড দামে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার ঘোষণা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। আজ মঙ্গলবার তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, তিনি যে দাম অফার করেছেন টুইটারের দাম আসলে অত নয়। এর কয়েক ঘণ্টা পরেই মাস্ক বলেছেন, তিনি তাঁর অফার করা ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনবেন তবে শর্ত আছে।
মাস্ক শর্ত দিয়েছেন, অফার মূল্যেই তিনি টুইটার কিনবেন তবে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) প্রমাণ করতে হবে যে প্ল্যাটফর্মটিতে স্প্যাম বটের সংখ্যা মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম।
টুইটে মাস্ক বলেছেন, ‘টুইটারের এসইসি ফাইলিং সঠিক হওয়ার শর্তে ছিল আমার অফার। গতকাল সোমবার টুইটারের সিইও প্রকাশ্যে ৫ শতাংশের কম (স্প্যাম অ্যাকাউন্ট) থাকার সপক্ষে প্রমাণ দেখাতে অস্বীকার করেছেন। তিনি এটা না করা পর্যন্ত চুক্তিটি এগিয়ে নেওয়া সম্ভব না।’
গত সপ্তাহে টুইটার কেনার প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দেন ইলন মাস্ক। স্প্যাম অ্যাকাউন্টের তথ্য প্রকাশও মুলতবি রয়েছে। ক্রয় প্রক্রিয়া স্থগিত ঘোষণার পর মাস্ক বলেছিলেন, তাঁর ধারণা কমপক্ষে ২০ শতাংশ ব্যবহারকারী স্প্যাম বট। যেখানে টুইটারের আনুষ্ঠানিক দাবি ৫ শতাংশ।
গতকাল সোমবার মিয়ামিতে অল-ইন সামিট ২০২২ সম্মেলনে মাস্ক বলেন, ‘আপনি তো তাদের যে দাবি তার চেয়ে অনেক খারাপ কিছুর জন্য একই মূল্য দেবেন না!’
টুইটার কেনার চুক্তিটি তাহলে নতুন মূল্যে কার্যকর হবে কি না জানতে চাইলে মাস্ক বলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা একেবারে প্রশ্নের বাইরে নয়। আমি যত বেশি প্রশ্ন করব, আমার উদ্বেগ তত বাড়বে।’
মাস্ক বলেন, ‘তারা দাবি করে যে, এটা একটা জটিল পদ্ধতি যা শুধু তারাই বোঝে। এটি এমন গূঢ় কোনো রহস্য হতে পারে না যা মানুষের মনের চেয়ে জটিল বা এ রকম কিছু।’
এদিকে এই জটিলতার মধ্যে সোমবার টুইটারের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমে ৩৭ দশমিক ৩৯ ডলারে লেনদেন সমাপ্ত হয়েছে। গত এপ্রিলের শুরুতে মাস্ক টুইটারের শেয়ার কেনার তথ্য প্রকাশের পর যে স্তরে উঠেছিল এটি তার চেয়ে বেশ কম।
টুইটারের সিইও পরাগ আগরওয়াল সোমবার টুইট করেছেন, গত চার প্রান্তিকে টুইটারের স্প্যাম অ্যাকাউন্ট আনুমানিক মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম ছিল। কয়েক দিন ধরেই মাস্ক টুইটারের ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সরব হয়েছেন। সেটির প্রতিক্রিয়ায় আগরওয়াল এ তথ্য জানান।
টুইটারের ভুয়া অ্যাকাউন্ট বা স্প্যাম বট শনাক্ত করা বেশ কঠিন। কর্তৃপক্ষ এটি শনাক্তে নানা পদ্ধতির পাশাপাশি সরকারি তথ্যেরও সহায়তা নেয়। মাস্ক বট শনাক্ত করতে টুইটার ব্যবহারকারীদের মধ্য থেকে দৈবচয়নে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন। তাঁর ধারণা, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর ৯০ শতাংশ বা তারও বেশি স্প্যাম বট হওয়ার সম্ভাবনা আছে।
স্বাধীন গবেষকদের অনুমান, ১০ লাখ টুইটার প্রোফাইলের মধ্যে ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বট।
স্প্যাম বট বা ভুয়া অ্যাকাউন্টগুলো টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়। একই ইস্যু বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সেটির মিথ্যা জনপ্রিয়তা দেখানোর কাজে বট ব্যবহার করে অসাধুরা।
রেকর্ড দামে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার ঘোষণা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। আজ মঙ্গলবার তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, তিনি যে দাম অফার করেছেন টুইটারের দাম আসলে অত নয়। এর কয়েক ঘণ্টা পরেই মাস্ক বলেছেন, তিনি তাঁর অফার করা ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনবেন তবে শর্ত আছে।
মাস্ক শর্ত দিয়েছেন, অফার মূল্যেই তিনি টুইটার কিনবেন তবে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) প্রমাণ করতে হবে যে প্ল্যাটফর্মটিতে স্প্যাম বটের সংখ্যা মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম।
টুইটে মাস্ক বলেছেন, ‘টুইটারের এসইসি ফাইলিং সঠিক হওয়ার শর্তে ছিল আমার অফার। গতকাল সোমবার টুইটারের সিইও প্রকাশ্যে ৫ শতাংশের কম (স্প্যাম অ্যাকাউন্ট) থাকার সপক্ষে প্রমাণ দেখাতে অস্বীকার করেছেন। তিনি এটা না করা পর্যন্ত চুক্তিটি এগিয়ে নেওয়া সম্ভব না।’
গত সপ্তাহে টুইটার কেনার প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দেন ইলন মাস্ক। স্প্যাম অ্যাকাউন্টের তথ্য প্রকাশও মুলতবি রয়েছে। ক্রয় প্রক্রিয়া স্থগিত ঘোষণার পর মাস্ক বলেছিলেন, তাঁর ধারণা কমপক্ষে ২০ শতাংশ ব্যবহারকারী স্প্যাম বট। যেখানে টুইটারের আনুষ্ঠানিক দাবি ৫ শতাংশ।
গতকাল সোমবার মিয়ামিতে অল-ইন সামিট ২০২২ সম্মেলনে মাস্ক বলেন, ‘আপনি তো তাদের যে দাবি তার চেয়ে অনেক খারাপ কিছুর জন্য একই মূল্য দেবেন না!’
টুইটার কেনার চুক্তিটি তাহলে নতুন মূল্যে কার্যকর হবে কি না জানতে চাইলে মাস্ক বলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা একেবারে প্রশ্নের বাইরে নয়। আমি যত বেশি প্রশ্ন করব, আমার উদ্বেগ তত বাড়বে।’
মাস্ক বলেন, ‘তারা দাবি করে যে, এটা একটা জটিল পদ্ধতি যা শুধু তারাই বোঝে। এটি এমন গূঢ় কোনো রহস্য হতে পারে না যা মানুষের মনের চেয়ে জটিল বা এ রকম কিছু।’
এদিকে এই জটিলতার মধ্যে সোমবার টুইটারের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমে ৩৭ দশমিক ৩৯ ডলারে লেনদেন সমাপ্ত হয়েছে। গত এপ্রিলের শুরুতে মাস্ক টুইটারের শেয়ার কেনার তথ্য প্রকাশের পর যে স্তরে উঠেছিল এটি তার চেয়ে বেশ কম।
টুইটারের সিইও পরাগ আগরওয়াল সোমবার টুইট করেছেন, গত চার প্রান্তিকে টুইটারের স্প্যাম অ্যাকাউন্ট আনুমানিক মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম ছিল। কয়েক দিন ধরেই মাস্ক টুইটারের ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সরব হয়েছেন। সেটির প্রতিক্রিয়ায় আগরওয়াল এ তথ্য জানান।
টুইটারের ভুয়া অ্যাকাউন্ট বা স্প্যাম বট শনাক্ত করা বেশ কঠিন। কর্তৃপক্ষ এটি শনাক্তে নানা পদ্ধতির পাশাপাশি সরকারি তথ্যেরও সহায়তা নেয়। মাস্ক বট শনাক্ত করতে টুইটার ব্যবহারকারীদের মধ্য থেকে দৈবচয়নে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন। তাঁর ধারণা, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর ৯০ শতাংশ বা তারও বেশি স্প্যাম বট হওয়ার সম্ভাবনা আছে।
স্বাধীন গবেষকদের অনুমান, ১০ লাখ টুইটার প্রোফাইলের মধ্যে ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বট।
স্প্যাম বট বা ভুয়া অ্যাকাউন্টগুলো টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়। একই ইস্যু বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সেটির মিথ্যা জনপ্রিয়তা দেখানোর কাজে বট ব্যবহার করে অসাধুরা।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা
৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি
৬ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে ১৬৭ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। হোয়াটসঅ্যাপে পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে ম্যালওয়্যার হামলার ঘটনায় এ রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি জুরি।
৭ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
১০ ঘণ্টা আগে