Ajker Patrika

ইউটিউবে ভিউ বাড়াতে কমিউনিটি পোস্ট ব্যবহারের ১০ উপায়

আজকের পত্রিকা ডেস্ক­
ইউটিউব কমিউনিটি ট্যাবে নিয়মিত পোস্ট করা প্রয়োজন। ছবি: ফ্রিপিক
ইউটিউব কমিউনিটি ট্যাবে নিয়মিত পোস্ট করা প্রয়োজন। ছবি: ফ্রিপিক

কনটেন্ট নির্মাতাদের জন্য দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের অন্যতম কার্যকর মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব কমিউনিটি পোস্টস। শুধু ভিডিও প্রকাশে সীমাবদ্ধ না থেকে ইউটিউব এখন একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম, যেখানে পোস্ট, পোল, ইমেজ ও আপডেটের মাধ্যমে দর্শকদের সঙ্গে তৈরি করা যায় গভীর সংযোগ। ভিউ বাড়ানোর পাশাপাশি ফিচারটি ব্যবহার করে নির্মাতারা গড়ে তুলতে পারেন একটি সক্রিয় ও বিশ্বস্ত কমিউনিটি।

ভিউ বাড়াতে কমিউনিটি পোস্ট ব্যবহারের ১০ উপায়

১. নিয়মিত পোস্ট করুন

কমিউনিটি পোস্টের সাফল্যের মূল চাবিকাঠি হলো, নিয়মিত পোস্ট করা। যেভাবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, তেমনি ইউটিউব কমিউনিটি ট্যাবে নিয়মিত পোস্ট করা প্রয়োজন। এটি দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হওয়ার একটি দারুণ উপায়। তবে পোস্ট দেওয়ার পর যতটা সম্ভব দর্শকদের মন্তব্য বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে সেই নির্দিষ্ট সাবস্ক্রাইবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে পারেন।

এ ছাড়াও এর মাধ্যমে দর্শকেরা আপনার ভিডিও দেখতে, লাইক-কমেন্ট করতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হবে।

২. বিষয়ের বৈচিত্র্য আনুন

দর্শকদের আগ্রহ ধরে রাখতে হলে কনটেন্টে বৈচিত্র্য আনা জরুরি। বিভিন্ন ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন এবং দেখুন যে কোন ধরনের পোস্ট আপনার দর্শকদের সঙ্গে সবচেয়ে বেশি সংযোগ তৈরি করছে। একই ধরনের পোস্ট বারবার করলে তা একসময় একঘেয়েমি হতে পারে।

কমিউনিটি ট্যাবে টেক্সট পোস্ট, ছবি, পোল এবং জিআইএফ সব মিলিয়ে একটি মিশ্র ফরম্যাট ব্যবহার করুন, যাতে প্রতিটি পোস্টে নতুনত্ব থাকে।

এর মধ্যে পোল বিশেষভাবে কার্যকর। কারণ, এটি দর্শকদের কাছ থেকে সরাসরি মতামত পাওয়ার সুযোগ করে দেয় এবং এটি করতে তাদের বেশি কষ্ট হয় না। ফলে ইন্টারঅ্যাকশন বাড়ে এবং কমিউনিটি আরও সক্রিয় হয়ে ওঠে।

৩. আসন্ন কনটেন্টের ঝলক দিন

নতুন ভিডিও সম্পর্কে কমিউনিটি ট্যাবে একটি পোস্ট দিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলুন। পর্দার অন্তরালের কিছু ছবি বা একটি ছোট ক্লিপ দিন অথবা রহস্যময় কোনো বার্তা লিখে কৌতূহল জাগান। এটি ঠিক যেন সিনেমার আগে ট্রেলার দেখানোর মতো, যা দর্শকদের কৌতূহল ও আগ্রহ উসকে দেয়। এর মাধ্যমে তারা আসন্ন ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।

৪. পুরোনো ভিডিও আবার সামনে আনুন

নতুন সাবস্ক্রাইবারের কাছে পুরোনো ভিডিও তুলে ধরতে কমিউনিটি পোস্ট ব্যবহার করতে পারেন। এই পোস্টের মাধ্যমে কোনো মূল্যবান ভিডিও শেয়ার করতে পারেন। পুরোনো হলেও এমন অনেক ভিডিও রয়েছে, যেগুলো এখনো প্রাসঙ্গিক এবং নতুন দর্শকদের জন্য দারুণ উপকারী হতে পারে। এই ধরনের পোস্ট আপনার পুরোনো কনটেন্টে ভিউ, কমেন্ট ও শেয়ার বাড়াতে পারে।

৫. ভিডিও তৈরির সময় মজাদার মুহূর্ত শেয়ার করুন

দর্শকেরা পর্দার পেছনের মুহূর্তগুলো দেখতে ভালোবাসে। ভিডিও তৈরির সময় মজার ঘটনা কিংবা অপ্রত্যাশিত বিপত্তিগুলো তুলে ধরতে পারেন।

এই ধরনের কনটেন্ট দর্শকদের এমন একটি অভিজ্ঞতা দেয়, যেন তারা আপনার কাজের একেবারে ভেতরের অংশ। এতে তারা আরও বেশি ঘনিষ্ঠ বোধ করে এবং আপনাকে একজন বাস্তব, মানবিক নির্মাতা হিসেবে দেখতে পারে।

৬. ফ্যানদের তৈরি কনটেন্ট তুলে ধরুন

আপনাকে বা আপনার চ্যানেল নিয়ে তৈরি করা ইতিবাচক বিষয়গুলো কমিউনিটিতে তুলে ধরুন। এতে কমিউনিটির অন্য ফ্যানরা আরও উৎসাহিত করবে আপনাকে নিয়ে কনটেন্ট বানাতে। ফলে আপনার ও আপনার চ্যানেলের প্রচারণা বাড়বে।

৭. প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করুন

মূল চ্যানেলের ভিডিওতে পুরস্কার বা প্রতিযোগিতার আয়োজন করা কিছু সময় জটিল হয়। কারণ, ইউটিউবে আপনার ভিডিওগুলোর লাইফটাইম অনেক দীর্ঘ। অনেক সময় প্রতিযোগিতা শেষ হওয়ার অনেক পরে এসব ভিডিও তাদের চোখের সামনে পড়ে, যা তাদের জন্য হতাশাজনক অভিজ্ঞতা হতে পারে।

এই কারণে কমিউনিটি পোস্টগুলো হলো এমন কনটেন্ট শেয়ার করার আদর্শ জায়গা, যা কয়েক সপ্তাহের মধ্যে পুরোনো হয়ে যাবে।

এ ধরনের পুরস্কার বা প্রতিযোগিতা আপনার দর্শকদের এনগেজমেন্ট বাড়ায় এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর একটি চমৎকার উপায় হতে পারে।

৮. ব্র্যান্ডেড কনটেন্ট বা অ্যাফিলিয়েট লিংক শেয়ার করুন

যদি আপনি ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ করে বা আপনার প্রস্তাবিত প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে ইউটিউব থেকে আয় করেন, তাহলে আপনার কমিউনিটি পোস্টগুলো আয়ের আরেকটি শক্তিশালী মাধ্যম হতে পারে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আপনার সব পোস্ট শুধু বিজ্ঞাপন না হয়, তাহলে দর্শকেরা দ্রুত সাবস্ক্রিপশন বাতিল করতে পারে।

১০. মতামত নিন বা আইডিয়া সংগ্রহ করুন

আপনার দর্শকেরা তথ্যের একটি অমূল্য ভান্ডার। পোল ও প্রশ্নের মাধ্যমে তাদের কাছ থেকে মূল্যবান মতামত সংগ্রহ করুন, আপনার কনটেন্ট সম্পর্কে তাদের কী মনে হয়, তারা কোন সমস্যার সমাধান চায় অথবা আপনার সাম্প্রতিক ভিডিও নিয়ে তাদের কী প্রশ্ন রয়েছে। তারা আপনার চ্যানেলে কোন কনটেন্ট বেশি আর কোন কনটেন্ট কম দেখতে চায়।

১০. অ্যানালিটিক ভুলবেন না

সোশ্যাল মিডিয়ায় সব সময় আপনার অ্যানালিটিক সবচেয়ে ভালো নির্দেশক হয়, কোন ধরনের কনটেন্ট কার্যকর হচ্ছে আর কোনটি নয়। প্রতিটি কমিউনিটি পোস্টের অ্যানালিটিক দেখতে, ইউটিউব স্টুডিওতে যান, তারপর ইউটিউব কমিউনিটি ট্যাব ক্লিক করুন।

এখানে আপনার সব পোস্টের তালিকা পাবেন, যেগুলো আপনি টাইপ বা ভিজিবিলিটি অনুসারে ফিল্টার করতে পারবেন। পাশাপাশি এই ট্যাব থেকে ইউটিউব কমিউনিটি পোস্ট সম্পাদনা বা মুছে ফেলার অপশন পাবেন। আপনার পোস্টের বিস্তারিত দেখতে ও সম্পাদনা করতে চাইলে ডিটেইলস পেজে ক্লিক করুন। একই জায়গা থেকে আপনি কমেন্ট ম্যানেজ ও রিপ্লাই করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত