Ajker Patrika

ইনস্টাগ্রামের কমেন্টে দেওয়া যাবে ‘জিফ’ ইমেজ

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৩, ১৪: ১২
Thumbnail image

নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীদের জন্য নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে মেটা। এরই ধারাবাহিকতায় এবার ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে জিফ ইমেজ দেওয়ার সুবিধা এনেছে মেটা। রিলস ও ছবি— দুটির কমেন্ট বক্সেই জিফ ইমেজ ব্যবহার করা যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, জিফ ইমেজ ব্যবহারের সুবিধাটি কিছু ব্যবহারকারীর জন্য সীমিত আকারে চালু করেছিল মেটা। তবে এবার সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি এনেছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া, রিলস এডিটে নতুন কিছু ফিচারও আনছে ইনস্টাগ্রাম। ফিচারগুলো গত মাসে টিকটকের ভিডিও এডিটে যুক্ত হয়েছিল।

এদিকে, পোস্টের ক্ষেত্রে ‘ক্লোজ ফ্রেন্ড’ সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে ইনস্টাগ্রাম। সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত ফলোয়াররা দেখতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি টুইটারে এক পোস্টে জানান, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে ‘অডিয়েন্স’ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী ‘এভরিওয়ান’ নির্বাচিত করলে পোস্টটি ফলোয়ার লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচিত করলে এই তালিকায় থাকা ফলোয়াররাই পোস্টটি দেখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত