প্রযুক্তি ডেস্ক
আবার ফিরে আসতে পারে টুইটারের ‘ব্লু টিক’ সেবা—এমনটা জানিয়েছেন ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে মাস্ক জানান, আগামী সপ্তাহের শেষ নাগাদ ‘ব্লু টিক’ সেবাটি ফিরে আসতে পারে।
এর আগে শুক্রবার টুইটার তাদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার ফলে ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় টুইটার। শুক্রবার অনেক ব্যবহারকারী জানিয়েছিলেন, তাঁরা টুইটারে ব্লু টিক আর দেখতে পাচ্ছেন না। তবে রয়টার্সের সূত্র মোতাবেক, টুইটার তাঁদের এই সেবা স্থগিত করেছে।
আগে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টই ব্লু টিক পাওয়ার যোগ্যতা রাখত। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক ৭ ডলার ৯৯ সেন্ট খরচ করে টুইটার প্রোফাইলে পেতে পারবেন ব্লু টিক। টুইটারের আয় বাড়ানোর লক্ষ্যেই এই সাবস্ক্রিপশন সেবার সিদ্ধান্ত নেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।
ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিভ্রান্তি এড়াতে টুইটার ঘোষণা দিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল নিয়ে আসার। কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড এক টুইট বার্তায় জানান, সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তি টুইটারে অফিশিয়াল লেবেলটি পাবেন।
এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে আরও জানান, আগে যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড অর্থাৎ যেসব অ্যাকাউন্টে ব্লু ব্যাজ ছিল, তাঁদের সবাই অফিশিয়াল লেবেল পাবেন না। এ ছাড়া লেবেলটি কিনে নেওয়ার কোনো সুযোগও নেই। অফিশিয়াল লেবেলটি নির্বাচিত কিছু অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে।
তবে অফিশিয়াল লেবেলটি চালু করার এক দিনের মধ্যেই সেটি সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। এ নিয়ে ইলন মাস্ক ও এস্থার ক্রফোর্ড দুজনই টুইট করে তাঁদের বক্তব্য জানালেও ব্যবহারকারীদের মথ্যে বিভ্রান্তি রয়ে যায়।
আবার ফিরে আসতে পারে টুইটারের ‘ব্লু টিক’ সেবা—এমনটা জানিয়েছেন ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে মাস্ক জানান, আগামী সপ্তাহের শেষ নাগাদ ‘ব্লু টিক’ সেবাটি ফিরে আসতে পারে।
এর আগে শুক্রবার টুইটার তাদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার ফলে ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় টুইটার। শুক্রবার অনেক ব্যবহারকারী জানিয়েছিলেন, তাঁরা টুইটারে ব্লু টিক আর দেখতে পাচ্ছেন না। তবে রয়টার্সের সূত্র মোতাবেক, টুইটার তাঁদের এই সেবা স্থগিত করেছে।
আগে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টই ব্লু টিক পাওয়ার যোগ্যতা রাখত। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক ৭ ডলার ৯৯ সেন্ট খরচ করে টুইটার প্রোফাইলে পেতে পারবেন ব্লু টিক। টুইটারের আয় বাড়ানোর লক্ষ্যেই এই সাবস্ক্রিপশন সেবার সিদ্ধান্ত নেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।
ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিভ্রান্তি এড়াতে টুইটার ঘোষণা দিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল নিয়ে আসার। কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড এক টুইট বার্তায় জানান, সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তি টুইটারে অফিশিয়াল লেবেলটি পাবেন।
এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে আরও জানান, আগে যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড অর্থাৎ যেসব অ্যাকাউন্টে ব্লু ব্যাজ ছিল, তাঁদের সবাই অফিশিয়াল লেবেল পাবেন না। এ ছাড়া লেবেলটি কিনে নেওয়ার কোনো সুযোগও নেই। অফিশিয়াল লেবেলটি নির্বাচিত কিছু অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে।
তবে অফিশিয়াল লেবেলটি চালু করার এক দিনের মধ্যেই সেটি সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। এ নিয়ে ইলন মাস্ক ও এস্থার ক্রফোর্ড দুজনই টুইট করে তাঁদের বক্তব্য জানালেও ব্যবহারকারীদের মথ্যে বিভ্রান্তি রয়ে যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ দ্রুত বিকশিত হচ্ছে এবং দুটি শক্তিশালী প্রতিযোগী এখন আলোচনায় আধিপত্য বিস্তার করছে। প্রতিযোগী দুটি হলো—চীনের মানুস এআই এবং যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি। যদিও দুটি এআই–ই নিজেদের জায়গায় অসাধারণ, তবে তারা এআই প্রযুক্তির ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতির প্রতিনিধিত্ব করে এবং প্রযুক্তির...
১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লিপ-বু ট্যানকে নিয়োগ দিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য ট্যানকে ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার বেতন দেওয়া হবে এবং তিনি ২ মিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক ক্যাশ বোনাসের জন্য যোগ্য হবেন। কোম্পানির একটি নিয়ন্ত্রক...
৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগে