প্রযুক্তি ডেস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি নাটকীয় বদল এসেছে কোম্পানিতে। একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে টুইটারকে কেন্দ্র করে।
গতকাল রোববার কর্মীদের দুপুরের খাবার নিয়ে প্রতিষ্ঠানের ওয়ার্ক ট্রান্সফরমেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ট্রেনি হকিন্সের সঙ্গে টুইটারে ‘তর্কে’ জড়ান ইলন মাস্ক। মাত্র এক সপ্তাহ আগেও হকিংস টুইটারের খাদ্য কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন। মাস্ক টুইটারে কিনে নেওয়ার পরই চাকরি ছেড়েছেন তিনি।
সম্প্রতি ইলন মাস্ক টুইটে দাবি করেন, গত একবছরে প্রত্যেক কর্মীর দুপুরের খাবারের পেছনে খরচ করা হয়েছে ৪০০ ডলার করে। হকিংস পাল্টা টুইটে এটিকে মিথ্যা তথ্য বলে দাবি করেন। টুইটে তিনি বলেন, ‘দিনে একজন কর্মীর পেছনে টুইটার ২০ থেকে ২৫ ডলার ব্যয় করে। এই অর্থ কর্মীদের দুপুরের খাবার এবং বিভিন্ন মিটিংয়ে ব্যয় করা হয়। ইলন মাস্কের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
হকিংস আরও বলেন, ‘এক সপ্তাহ আগেও আমি খাবার কর্মসূচি পরিচালনা করেছি। আমি পদত্যাগ করেছি কারণ আমি ইলন মাস্কের হয়ে কাজ করতে চাই না। টুইটার দিনে তার কর্মীদের দুপুরের খাবারের জন্য ২০ থেকে ২৫ ডলার ব্যয় করত। এর ফলে কর্মীরা দুপুরের খাবারে সময়ও অফিসে থেকে কাজ করতে পারত। আর এ সময় কর্মীদের উপস্থিতিও ছিল ২০ থেকে ৫০ শতাংশ।’
হকিন্সের টুইটের জবাবে পাল্টা টুইট করেন ইলন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘টুইটারের সান ফ্র্যান্সিস্কো হেডকোয়ার্টারে শুধু কর্মীদের খাবারের পেছনেই বছরে খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ ডলার। রেকর্ড বলছে, এ সময় অফিসে গড়ে ১০ শতাংশ কর্মী উপস্থিত থাকত। আর কর্মীদের সর্বোচ্চ উপস্থিতি ছিল ২৫ শতাংশ। যতো লোক নাশতা খায় তার চেয়ে বেশি লোক নাশতা তৈরি করে। তারা রাতের খাবার পরিবেশনে ইতস্তত করে না, কারণে ওই সময় ভবনে একটা লোকও থাকে না।’
নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে বলা হয়েছে, ইলন মাস্ক এরই মধ্যে টুইটারের কর্মীদের বিনা মূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা বাতিল করেছেন।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি নাটকীয় বদল এসেছে কোম্পানিতে। একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে টুইটারকে কেন্দ্র করে।
গতকাল রোববার কর্মীদের দুপুরের খাবার নিয়ে প্রতিষ্ঠানের ওয়ার্ক ট্রান্সফরমেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ট্রেনি হকিন্সের সঙ্গে টুইটারে ‘তর্কে’ জড়ান ইলন মাস্ক। মাত্র এক সপ্তাহ আগেও হকিংস টুইটারের খাদ্য কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন। মাস্ক টুইটারে কিনে নেওয়ার পরই চাকরি ছেড়েছেন তিনি।
সম্প্রতি ইলন মাস্ক টুইটে দাবি করেন, গত একবছরে প্রত্যেক কর্মীর দুপুরের খাবারের পেছনে খরচ করা হয়েছে ৪০০ ডলার করে। হকিংস পাল্টা টুইটে এটিকে মিথ্যা তথ্য বলে দাবি করেন। টুইটে তিনি বলেন, ‘দিনে একজন কর্মীর পেছনে টুইটার ২০ থেকে ২৫ ডলার ব্যয় করে। এই অর্থ কর্মীদের দুপুরের খাবার এবং বিভিন্ন মিটিংয়ে ব্যয় করা হয়। ইলন মাস্কের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
হকিংস আরও বলেন, ‘এক সপ্তাহ আগেও আমি খাবার কর্মসূচি পরিচালনা করেছি। আমি পদত্যাগ করেছি কারণ আমি ইলন মাস্কের হয়ে কাজ করতে চাই না। টুইটার দিনে তার কর্মীদের দুপুরের খাবারের জন্য ২০ থেকে ২৫ ডলার ব্যয় করত। এর ফলে কর্মীরা দুপুরের খাবারে সময়ও অফিসে থেকে কাজ করতে পারত। আর এ সময় কর্মীদের উপস্থিতিও ছিল ২০ থেকে ৫০ শতাংশ।’
হকিন্সের টুইটের জবাবে পাল্টা টুইট করেন ইলন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘টুইটারের সান ফ্র্যান্সিস্কো হেডকোয়ার্টারে শুধু কর্মীদের খাবারের পেছনেই বছরে খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ ডলার। রেকর্ড বলছে, এ সময় অফিসে গড়ে ১০ শতাংশ কর্মী উপস্থিত থাকত। আর কর্মীদের সর্বোচ্চ উপস্থিতি ছিল ২৫ শতাংশ। যতো লোক নাশতা খায় তার চেয়ে বেশি লোক নাশতা তৈরি করে। তারা রাতের খাবার পরিবেশনে ইতস্তত করে না, কারণে ওই সময় ভবনে একটা লোকও থাকে না।’
নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে বলা হয়েছে, ইলন মাস্ক এরই মধ্যে টুইটারের কর্মীদের বিনা মূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা বাতিল করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা জলছাপ) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে...
২ ঘণ্টা আগেডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ...
৫ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসায়িক যোগাযোগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবসায়ীরা তাঁদের গ্রাহকদের সঙ্গে সরাসরি, দ্রুত এবং কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে।
৭ ঘণ্টা আগে