প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্কের সঙ্গে টুইটারে তর্কের জেরে চাকরি হারালেন প্রতিষ্ঠানটির এক কর্মী। ওই কর্মী একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। তিনি টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।
ইলন মাস্ক গত ১৪ নভেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। টুইটে তিনি বলেন, ‘অনেক দেশেই টুইটার অনেক ধীর গতিতে কাজ করে! আমি এর জন্য ক্ষমা চাইছি।’ ইলন মাস্কের এই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি এরিক ফ্রনহফার। তিনি পাল্টা টুইট করে বলেন, ‘টুইটার অ্যাপের কারিগরি দিক নিয়ে মাস্কের বোঝায় ভুল আছে।’
টুইটের রিপ্লাইয়ে ইলন মাস্ক এরিক ফ্রনহফারের কাছে জানতে চান, ‘আমার মূল্যায়ন যদি সঠিক না হয়, তবে সঠিক মূল্যায়ন কী হবে?’ টুইটারের এ সমস্যা সমাধানে সেই ডেভেলপাররা কী কী কাজ করেছেন তাও জানতে চান মাস্ক। মাস্কের প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেন ফ্রনহফার।
তবে ইতিমধ্যে এই বাদানুবাদে অংশ নিয়ে নেন টুইটারের ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী ফ্রনহফারের কাছে জানতে চান তিনি কেন ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে তার ভুল বোঝার ব্যাপারটি জানাননি। এই প্রশ্নের উত্তরে ফ্রনহফার বলেন, ‘মাস্কের উচিত ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে স্ল্যাক অথবা ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাওয়া।’
ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, এরূপ আচরণকারী কোনো ব্যক্তিকে আপনি আপনার প্রতিষ্ঠানে রাখবেন কি না? এর জবাবে ইলন মাস্ক লেখেন, ‘তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
ইলন মাস্কের সঙ্গে টুইটারে তর্কের জেরে চাকরি হারালেন প্রতিষ্ঠানটির এক কর্মী। ওই কর্মী একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। তিনি টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।
ইলন মাস্ক গত ১৪ নভেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। টুইটে তিনি বলেন, ‘অনেক দেশেই টুইটার অনেক ধীর গতিতে কাজ করে! আমি এর জন্য ক্ষমা চাইছি।’ ইলন মাস্কের এই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি এরিক ফ্রনহফার। তিনি পাল্টা টুইট করে বলেন, ‘টুইটার অ্যাপের কারিগরি দিক নিয়ে মাস্কের বোঝায় ভুল আছে।’
টুইটের রিপ্লাইয়ে ইলন মাস্ক এরিক ফ্রনহফারের কাছে জানতে চান, ‘আমার মূল্যায়ন যদি সঠিক না হয়, তবে সঠিক মূল্যায়ন কী হবে?’ টুইটারের এ সমস্যা সমাধানে সেই ডেভেলপাররা কী কী কাজ করেছেন তাও জানতে চান মাস্ক। মাস্কের প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেন ফ্রনহফার।
তবে ইতিমধ্যে এই বাদানুবাদে অংশ নিয়ে নেন টুইটারের ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী ফ্রনহফারের কাছে জানতে চান তিনি কেন ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে তার ভুল বোঝার ব্যাপারটি জানাননি। এই প্রশ্নের উত্তরে ফ্রনহফার বলেন, ‘মাস্কের উচিত ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে স্ল্যাক অথবা ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাওয়া।’
ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, এরূপ আচরণকারী কোনো ব্যক্তিকে আপনি আপনার প্রতিষ্ঠানে রাখবেন কি না? এর জবাবে ইলন মাস্ক লেখেন, ‘তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লিপ-বু ট্যানকে নিয়োগ দিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য ট্যানকে ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার বেতন দেওয়া হবে এবং তিনি ২ মিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক ক্যাশ বোনাসের জন্য যোগ্য হবেন। কোম্পানির একটি নিয়ন্ত্রক...
২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগে