Ajker Patrika

ইনস্টাগ্রামে হঠাৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর স্বাভাবিক 

প্রযুক্তি ডেস্ক
ইনস্টাগ্রামে হঠাৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর স্বাভাবিক 

আবারও বিশ্বজুড়ে বিভ্রাটের শিকার মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। আজ সোমবার ভোরে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা। এ বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ২ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডাউনডিটেক্টর ওয়েবসাইটে এই বিভ্রাট নিয়ে প্রায় দুই লাখের বেশি মানুষ রিপোর্ট করেছেন। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১ লাখ, কানাডায় ২৪ হাজার এবং ব্রিটেনে ৫৬ হাজারের বেশি ব্যবহারকারী এই বিভ্রাটের শিকার হয়েছেন। তবে এই বিভ্রাটের শিকার হওয়া ব্যবহারকারীর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর সমস্যার সমাধান করে মেটা।

মেটার একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘একটি প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ব্যবহার করতে সমস্যা হয়েছিল। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধান করেছি।’ তবে মেটা বিভ্রাটের শিকার হওয়া ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত