Ajker Patrika

টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড 

প্রযুক্তি ডেস্ক
টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড 

গণিত, বিজ্ঞানের ভিডিও দেখতে ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবেই ভরসা রাখেন। আর ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে প্ল্যাটফর্মে নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এরই ধারাবাহিকতায় এবার টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। এবার এই দুটি ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। 

যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত