প্রযুক্তি ডেস্ক
গণিত, বিজ্ঞানের ভিডিও দেখতে ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবেই ভরসা রাখেন। আর ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে প্ল্যাটফর্মে নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এরই ধারাবাহিকতায় এবার টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। এবার এই দুটি ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।
গণিত, বিজ্ঞানের ভিডিও দেখতে ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবেই ভরসা রাখেন। আর ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে প্ল্যাটফর্মে নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এরই ধারাবাহিকতায় এবার টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। এবার এই দুটি ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৮ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১০ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১১ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
১২ ঘণ্টা আগে