Ajker Patrika

চলতি মাসের শেষেই আবার আসবে ‘ব্লু টিক’: ইলন মাস্ক 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৩: ৫৭
চলতি মাসের শেষেই আবার আসবে ‘ব্লু টিক’: ইলন মাস্ক 

চলতি মাসের ২৯ তারিখে ‘ব্লু টিক’ সেবা পুনরায় উন্মোচন করবে টুইটার। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) ইলন মাস্ক এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২৯ নভেম্বর আমরা পুনরায় ‘ব্লু ভেরিফাইড’ উন্মোচন করতে যাচ্ছি। এবার আমরা নিশ্চিত করতে চাই যে এটি ত্রুটিমুক্ত’। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি নিজের টুইটার প্রোফাইলের ভেরিফাইড নাম বদলায়, তাহলে তার প্রোফাইল থেকে ব্লু টিক চলে যাবে। টুইটার সেই ব্যবহারকারীর নতুন নামটি যাচাই করে দেখবে। যদি তা টুইটারের শর্তাবলির সঙ্গে সাংঘর্ষিক না হয়, তবেই ‘ব্লু টিক’ সে ফেরত পাবে। 

আগে ব্লু টিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লু টিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। একের পর এক ভুয়া অ্যাকাউন্টে সয়লাব হয়ে যায় টুইটার। বড় বড় সংস্থাসহ অনেক বিখ্যাত ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে ব্লু টিক সাবস্ক্রিপশন নেন অনেক ব্যবহারকারী। অনেকে আবার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিয়ে তাঁদের টুইটারের প্রোফাইলের নাম বদলে ফেলেন। ‘ব্লু টিক’ যুক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা।

ফলে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা বন্ধ করতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহেই ইলন মাস্ক এক টুইটে জানান, ‘ব্লু টিক আগামী সপ্তাহের শেষেই আবার ফিরে আসতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত