ডোনাল্ড ট্রাম্পের মন জোগাতে মরিয়া হয়ে উঠেছে মার্ক জাকারবার্গে সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা। ইলন মাস্কের এক্স–এর অনুকরণে থার্ডপার্টি ফ্যাক্টচেকিং বন্ধ করার ঘোষণা দিয়েছে এরই মধ্যে। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রান্সজেন্ডার, নারী ও অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের নীতি শিথিল করেছে!
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ প্রথম এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই অ্যাপ দুটির মূল প্রতিষ্ঠান মেটা ঘৃণামূলক বক্তব্য ও কনটেন্ট প্রচারের নীতিমালায় কিছু পরিবর্তন আনে। যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠী সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিষিদ্ধের ধারা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ট্রান্সজেন্ডার বিরোধী বক্তব্য প্রচারের নীতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
আগে ফেসবুকে বা ইনস্টাগ্রামে নারীদের ‘গৃহস্থালি সামগ্রী’ বা ‘সম্পত্তি’–এর সঙ্গে তুলনা করার বিষয়টি নিষিদ্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সেটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রান্স বা গে ব্যক্তিদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য প্রচারের নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া অন্য সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে বক্তব্যের ক্ষেত্রেও পূর্বের বিধিনিষেধ বাতিল করা হয়েছে।
আগে ফেসবুকে চীন–বিরোধী বক্তব্য প্রচারেও কঠোর বিধিনিষেধ ছিল। যেমন—কেউ ফেসবুকে লিখতে পারতেন না ‘চীন কোভিড–১৯ ছড়িয়েছে’ বা ‘চীন এর জন্য দায়ী’। কিন্তু মেটার নতুন নীতিতে সেই ধারাটি সরিয়ে দেওয়া হয়েছে। এই নীতি প্রকাশ্যে চীন–বিরোধী মনোভাবকে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
এ ছাড়া ঘৃণামূলক বক্তব্য বা বিষয়বস্তু প্রচারের নীতিমালায় আরও নতুন কিছু ধারা যোগ করা হয়েছে। এসব ধারায় ট্রান্স–বিরোধী মন্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলেই এখন ফেসবুকে ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য করতে পারবেন।
গত মঙ্গলবার মার্ক জাকারবার্গ মেটার নীতিতে এসব পরিবর্তন আনেন। বিশ্লেষকদের মতে, জাকারবার্গ সরকার গঠন করতে চলা রিপাবলিকান পার্টি তথা ট্রাম্প ঘনিষ্ঠদের মন জোগাতে এসব পরিবর্তন এনেছেন। এর মধ্যে মেটার ফ্যাক্টচেকিং প্রোগ্রাম বাতিল করেছেন জাকারবার্গ। তাঁর কনটেন্ট মডারেশন টিমকে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তর করেছেন। এ ছাড়া গত সোমবার মেটা কর্তৃপক্ষ ঘোষণা করে, আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সভাপতি ও ট্রাম্পের বন্ধু ডানা হোয়াইট মেটার পরিচালনা পর্ষদে যোগ দেবেন।
মঙ্গলবার মেটার প্রকাশিত এক নথিতে ঘৃণামূলক বিষয়বস্তু প্রচারের নীতিমালায় এই পরিবর্তনের কথা বলা হয়। এটি কেবল কোম্পানির কনটেন্ট মডারেটরদের জন্য একটি সারসংক্ষেপ, যার বিস্তারিত সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে গোপন রাখা হয়।
দ্য ইন্ডিপেনডেন্ট এ বিষয়ে মেটার মন্তব্য জানতে চেয়েছিল। কিন্তু মেটা এখনো বিস্তারিত কিছু জানায়নি।
ডোনাল্ড ট্রাম্পের মন জোগাতে মরিয়া হয়ে উঠেছে মার্ক জাকারবার্গে সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা। ইলন মাস্কের এক্স–এর অনুকরণে থার্ডপার্টি ফ্যাক্টচেকিং বন্ধ করার ঘোষণা দিয়েছে এরই মধ্যে। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রান্সজেন্ডার, নারী ও অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের নীতি শিথিল করেছে!
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ প্রথম এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই অ্যাপ দুটির মূল প্রতিষ্ঠান মেটা ঘৃণামূলক বক্তব্য ও কনটেন্ট প্রচারের নীতিমালায় কিছু পরিবর্তন আনে। যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠী সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিষিদ্ধের ধারা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ট্রান্সজেন্ডার বিরোধী বক্তব্য প্রচারের নীতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
আগে ফেসবুকে বা ইনস্টাগ্রামে নারীদের ‘গৃহস্থালি সামগ্রী’ বা ‘সম্পত্তি’–এর সঙ্গে তুলনা করার বিষয়টি নিষিদ্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সেটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রান্স বা গে ব্যক্তিদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য প্রচারের নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া অন্য সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে বক্তব্যের ক্ষেত্রেও পূর্বের বিধিনিষেধ বাতিল করা হয়েছে।
আগে ফেসবুকে চীন–বিরোধী বক্তব্য প্রচারেও কঠোর বিধিনিষেধ ছিল। যেমন—কেউ ফেসবুকে লিখতে পারতেন না ‘চীন কোভিড–১৯ ছড়িয়েছে’ বা ‘চীন এর জন্য দায়ী’। কিন্তু মেটার নতুন নীতিতে সেই ধারাটি সরিয়ে দেওয়া হয়েছে। এই নীতি প্রকাশ্যে চীন–বিরোধী মনোভাবকে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
এ ছাড়া ঘৃণামূলক বক্তব্য বা বিষয়বস্তু প্রচারের নীতিমালায় আরও নতুন কিছু ধারা যোগ করা হয়েছে। এসব ধারায় ট্রান্স–বিরোধী মন্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলেই এখন ফেসবুকে ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য করতে পারবেন।
গত মঙ্গলবার মার্ক জাকারবার্গ মেটার নীতিতে এসব পরিবর্তন আনেন। বিশ্লেষকদের মতে, জাকারবার্গ সরকার গঠন করতে চলা রিপাবলিকান পার্টি তথা ট্রাম্প ঘনিষ্ঠদের মন জোগাতে এসব পরিবর্তন এনেছেন। এর মধ্যে মেটার ফ্যাক্টচেকিং প্রোগ্রাম বাতিল করেছেন জাকারবার্গ। তাঁর কনটেন্ট মডারেশন টিমকে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তর করেছেন। এ ছাড়া গত সোমবার মেটা কর্তৃপক্ষ ঘোষণা করে, আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সভাপতি ও ট্রাম্পের বন্ধু ডানা হোয়াইট মেটার পরিচালনা পর্ষদে যোগ দেবেন।
মঙ্গলবার মেটার প্রকাশিত এক নথিতে ঘৃণামূলক বিষয়বস্তু প্রচারের নীতিমালায় এই পরিবর্তনের কথা বলা হয়। এটি কেবল কোম্পানির কনটেন্ট মডারেটরদের জন্য একটি সারসংক্ষেপ, যার বিস্তারিত সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে গোপন রাখা হয়।
দ্য ইন্ডিপেনডেন্ট এ বিষয়ে মেটার মন্তব্য জানতে চেয়েছিল। কিন্তু মেটা এখনো বিস্তারিত কিছু জানায়নি।
ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১২ ঘণ্টা আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১৬ ঘণ্টা আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১৭ ঘণ্টা আগেছবি তুলতে কে না ভালোবাসে! হাতের কাছে মোবাইল ফোন থাকলেই হলো, মুহূর্তে বন্দী করে ফেলা যায় প্রিয় দৃশ্য বা স্মৃতি। বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণের স্মৃতি কিংবা একান্ত মুহূর্ত—সবই জমা হয় মোবাইল ফোনের গ্যালারিতে।
১৮ ঘণ্টা আগে