ডেস্ক
হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম ‘পুশ নেম’ নামের নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। ফোনে কারও কন্টাক্ট সংরক্ষণ না করা থাকলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট ব্যবহারকারীর মেসেজ এলে নামের পরিবর্তে নম্বর দেখায়। তবে নতুন এই ফিচারের কারণে এখন থেকে নম্বরের পরিবর্তে নাম দেখাবে। নতুন এই আপডেট এলে গ্রুপ চ্যাটের সদস্যদের চিনতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, কন্টাক্ট লিস্টে কারও নম্বর সংরক্ষণ করা না থাকলে অনেক সময়েই গ্রুপ চ্যাটে অপরিচিত মেসেজ দেখে তার পরিচয় জানতে হলে গ্রুপ ইনফোতে যেতে হয়। তবে নতুন এই ফিচার এলে এই ঝামেলা থেকে মুক্তি পাবে ব্যবহারকারীরা।
তবে আপাতত অ্যাপল আইওএস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে পাওয়া যাবে এই সুবিধা। পরবর্তীতে বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে স্টেবল বেটা ভার্সন । এই দুই পর্ব শেষ হওয়ার পর সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে পুশ নেম ফিচার। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সুবিধা পাবেন সাধারণ ব্যবহারকারীরা।
সম্প্রতি পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকগ্যাজেটসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি এডিট করার উপায় থাকে না। মেসেজটি ডিলিট করে নতুন করে আবার টাইপ করে পাঠাতে হয়। এই সমস্যারই সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে আইফোনের বেটা সংস্করণে এই ফিচারটি এসেছে। এবার অ্যান্ড্রয়েডেও এই সুবিধা আসছে।
সব ব্যবহারকারী কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। টেক্সট এডিটের জন্য ব্যবহারকারী পাবেন মোট ১৫ মিনিট। অর্থাৎ, কাউকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে তা এডিট করা যাবে। মেসেজের প্রাপক শুধু জানতে পারবেন যে মেসেজটি এডিট করা হয়েছে। তবে কী এডিট করেছেন, তা জানতে পারবেন না।
এর আগে, অ্যাপে নতুন সুবিধা চালু করার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও রিং বাজবে না। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে ‘সাইলেন্ট আননোন কলারস’ নামের একটি অপশন চালু হবে। অপশনটির মাধ্যমে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে অপশনটি বন্ধও করতে রাখতে পারবেন। অপরিচিত ফোন নম্বর থেকে কল আসার তথ্য পরবর্তীতে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ফলে চাইলে যেকোনো কলদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা।
হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম ‘পুশ নেম’ নামের নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। ফোনে কারও কন্টাক্ট সংরক্ষণ না করা থাকলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট ব্যবহারকারীর মেসেজ এলে নামের পরিবর্তে নম্বর দেখায়। তবে নতুন এই ফিচারের কারণে এখন থেকে নম্বরের পরিবর্তে নাম দেখাবে। নতুন এই আপডেট এলে গ্রুপ চ্যাটের সদস্যদের চিনতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, কন্টাক্ট লিস্টে কারও নম্বর সংরক্ষণ করা না থাকলে অনেক সময়েই গ্রুপ চ্যাটে অপরিচিত মেসেজ দেখে তার পরিচয় জানতে হলে গ্রুপ ইনফোতে যেতে হয়। তবে নতুন এই ফিচার এলে এই ঝামেলা থেকে মুক্তি পাবে ব্যবহারকারীরা।
তবে আপাতত অ্যাপল আইওএস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে পাওয়া যাবে এই সুবিধা। পরবর্তীতে বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে স্টেবল বেটা ভার্সন । এই দুই পর্ব শেষ হওয়ার পর সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে পুশ নেম ফিচার। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সুবিধা পাবেন সাধারণ ব্যবহারকারীরা।
সম্প্রতি পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকগ্যাজেটসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি এডিট করার উপায় থাকে না। মেসেজটি ডিলিট করে নতুন করে আবার টাইপ করে পাঠাতে হয়। এই সমস্যারই সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে আইফোনের বেটা সংস্করণে এই ফিচারটি এসেছে। এবার অ্যান্ড্রয়েডেও এই সুবিধা আসছে।
সব ব্যবহারকারী কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। টেক্সট এডিটের জন্য ব্যবহারকারী পাবেন মোট ১৫ মিনিট। অর্থাৎ, কাউকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে তা এডিট করা যাবে। মেসেজের প্রাপক শুধু জানতে পারবেন যে মেসেজটি এডিট করা হয়েছে। তবে কী এডিট করেছেন, তা জানতে পারবেন না।
এর আগে, অ্যাপে নতুন সুবিধা চালু করার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও রিং বাজবে না। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে ‘সাইলেন্ট আননোন কলারস’ নামের একটি অপশন চালু হবে। অপশনটির মাধ্যমে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে অপশনটি বন্ধও করতে রাখতে পারবেন। অপরিচিত ফোন নম্বর থেকে কল আসার তথ্য পরবর্তীতে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ফলে চাইলে যেকোনো কলদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা।
শেয়ারের একটি নতুন বিক্রয় চুক্তি নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজারমূল্যায়ন ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
১০ মিনিট আগেযুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া হয়ে চীনে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ অবৈধভাবে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই চীনা নাগরিক। গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)।
৭ ঘণ্টা আগেআইফোন, স্যামসাং এবং গুগলের ফ্ল্যাগশিপ ফোনগুলো বেশির ভাগ সাধারণ ব্যবহারকারীর ক্রয়ক্ষমতার বাইরে। তবে সীমিত বাজেটের মধ্যে থেকেও এই ফোনগুলো ব্যবহার করা সম্ভব। এর জন্য দুটি বিকল্প থাকে—সেকেন্ডহ্যান্ড বা ইউসড ফোন নেওয়া, অথবা রিফারবিশড ফোন কেনা। যদিও এই ফোনগুলো নতুন নয়, তবু সঠিকভাবে ব্যবহার করলে...
৯ ঘণ্টা আগেজেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিভিন্ন এআই ও প্রযুক্তির কোম্পানির প্রতিভাবানদের নিজের দলে ভেড়াতে চাচ্ছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। এই প্রচেষ্টার অংশ হিসেবে ওপেনএআইয়ের সাবেক চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতিকে ১ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারের চাকরির প্রস্তাব দেন তিনি।
১১ ঘণ্টা আগে