Ajker Patrika

টুইটারে এবার কর্মী নিয়োগ করবেন ইলন মাস্ক 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৪: ০৫
টুইটারে এবার কর্মী নিয়োগ করবেন ইলন মাস্ক 

টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি। 

মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক। 

তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন। 

ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’  

মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি। 

গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত