Ajker Patrika

এবার টুইটার ছাড়লেন স্যার এলটন জন 

প্রযুক্তি ডেস্ক
এবার টুইটার ছাড়লেন স্যার এলটন জন 

এবার টুইটার ছাড়লেন জনপ্রিয় ইংরেজ গায়ক স্যার এলটন জন। ইলন মাস্ক টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং সাইটটির কিছু নীতি পরিবর্তন মেনে নিতে পারেননি তিনি। 

বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, গত মাস থেকে টুইটার কোভিড-১৯ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছে। এলটনের টুইটার ত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, তাঁর আশা, এই তারকা টুইটারে ফিরে আসবেন। 

এলটন গত ৯ ডিসেম্বর এক টুইটে লিখেছেন, ‘আমার সারা জীবন মানুষকে একত্রিত করার জন্য সংগীতকে ব্যবহারের চেষ্টা করেছি। এটা দেখে আমার খারাপ লাগে যে, কীভাবে ভুল তথ্য এখন আমাদের বিশ্বকে বিভক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, টুইটার আর ব্যবহার করব না। প্ল্যাটফর্মটির সাম্প্রতিক পরিবর্তিত নীতির কারণে ভুয়া তথ্য কোনো প্রকার যাচাই ছাড়াই প্রকাশের সুযোগ পাবে।’ এটিকেই এলটন জনের শেষ টুইট বলে ধারণা করা হচ্ছে। 

এলটনের পোস্টের নিচেই প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি আপনার গান পছন্দ করি। আশা করি, আপনি ফিরে আসবেন। টুইটারে কি এমন কোনো ভুল তথ্য রয়েছে যা নিয়ে আপনি বিশেষভাবে উদ্বিগ্ন?’ 

গত ২ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক গোষ্ঠী একটি গবেষণা প্রকাশ করে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণাবাচক বক্তব্যের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট জানায়, এই সময়টায় টুইটারে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী শব্দের দৈনিক ব্যবহার চলতি বছরের গড়ের চেয়ে তিনগুণ বেড়েছে। এ ছাড়া, সমকামী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে অপমানজনক বাক্যের ব্যবহারও যথাক্রমে ৫৮ এবং ৬২ শতাংশ বেড়েছে। 

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটার ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে। 

উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার পর বেশ কয়েকজন তারকা ও সেলিব্রিটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানিয়েছেন। জিম ক্যারি, হুপি গোল্ডবার্গ, শোন্ডা রাইমস, জিজি হাদিদ, টনি ব্র্যাক্সটন, সারা ব্যারেলিস, জামিলা জামিল তাঁদের মধ্যে অন্যতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত