অনলাইন ডেস্ক
লাইভ ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই পরিবর্তন লাখ লাখ ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে। কারণ, এখন থেকে মাত্র ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে লাইভ ভিডিওগুলো। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।
ফেসবুকের নিউজরুমে প্রকাশিত এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীরা যেসব লাইভ ভিডিও তৈরি করবেন, তা পোস্ট করার ৩০ দিনে পর্যন্ত তাদের প্রোফাইল বা পেজে থাকবে। এই সময়ের মধ্যে লাইভ ভিডিওগুলো ক্লিপ বা রিল হিসেবে শেয়ার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ভিডিওটি মুছে ফেলতে বা ডাউনলোড করতে পারবেন।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এই পরিবর্তনটি কার্যকর হলে তারা একটি ই-মেইল নোটিফিকেশন পাবেন। ফলে এর পরে ৩০ দিনের বেশি পুরোনো লাইভ ভিডিওগুলো আর দেখতে পাওয়া যাবে না এবং সেগুলো মুছে যাবে।
নোটিফিকেশন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে লাইভ ভিডিওগুলো ডাউনলোড বা ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন। যদি আরও সময় প্রয়োজন হয় তাহলে ডিলিটের জন্য ৬ মাসের সময় চাইতে পারেন।
এ ছাড়া যদি কোনো অ্যাকাউন্ট ‘স্মরণীয়’ (মেমোরেবল) হয়ে যায়, তবে সেখানে কোনো মিডিয়া মুছে ফেলা হবে না। মৃত ব্যক্তির বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা পূর্বে শেয়ার করা কনটেন্টে কোনো পরিবর্তন দেখতে পাবেন না।
ফেসবুক তাদের লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য বেশ কিছু উপায়ও সুপারিশ করেছে, যেমন—
ফেসবুক লাইভ ভিডিও এমপি ৪ ফাইল হিসেবে ডাউনলোড করার জন্য নিম্নলিখিত নির্দেশিকা দিয়েছে—
প্রোফাইল বা পেজ থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
১. কম্পিউটারের ব্রাউজার ব্যবহার করে আপনার প্রোফাইলে যান। যান। তারপর যে পেজ থেকে ভিডিও ডাউনলোড করতে চান, সেই পেজে যান।
২. প্রোফাইলে ভিডিও ট্যাব খুঁজুন। পেজে লাইভ ট্যাব খুঁজুন। লাইভ ট্যাব দেখতে ‘মোর’ অপশনে ক্লিক করতে হতে পারে।
৩. যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি নির্বাচন করুন।
৪. ফুল স্ক্রিন ভিউ অপশনে ট্যাপ করুন। তারপর ‘অপশনস’ এ ক্লিক করে ‘ডাউনলোড ভিডিও’ নির্বাচন করুন। আপনার ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে। যদি ডাউনলোড শুরু না হয়, তাহলে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করতে হবে।
মেটা বিজনেস সুইট থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
আপনার পেজ বা প্রোফাইল মেটা বিজনেস সুইটের আওতায় থাকলে এই প্রক্রিয়ায় লাইভ ভিডিও ডাউনলোড করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক চালু করুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. মেনু থেকে প্রোফেশনাল বোর্ডে ট্যাপ করুন।
৪. এরপর টুল বিভাগে থাকা ‘মেটা বিজনেস সুইট’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘কনটেন্ট’ ট্যাব নির্বাচন করুন।
৬. যে লাইভ ভিডিও ডাউনলোড করতে চান তা পোস্টস ও রিলসের নিচে পাবেন। ভিডিওটি ওপর ট্যাপ করুন।
৭. এখন তিন ডট আইকোন বা অপশনস–এ ট্যাপ করুন।
৮. ভিডিওটি ডাউনলোডের জন্য ‘ডাউনলোড এসডি’ বা ‘ডাউনলোড এইচডি’ অপশন নির্বাচন করুন।
ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে। যদি ডাউনলোড শুরু না হয়, তাহলে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করতে হবে।
অ্যাক্টিভিটি লগ থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
১. ফেসবুক চালু করুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ অপশন নির্বাচন করুন।
৫. লাইভ ভিডিওস অপশন নির্বাচন করুন।
৬. যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান, সেটি খুঁজে বের করুন।
৭. ভিডিওটির পাশে থাকা অপশনস এ ক্লিক করুন এবং ডাউনলোড নির্বাচন করুন।
এভাবে লাইভ ভিডিওটি ডাউনলোড করা যাবে।
তথ্যসূত্র: ফক্স ৫৯
লাইভ ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই পরিবর্তন লাখ লাখ ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে। কারণ, এখন থেকে মাত্র ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে লাইভ ভিডিওগুলো। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।
ফেসবুকের নিউজরুমে প্রকাশিত এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীরা যেসব লাইভ ভিডিও তৈরি করবেন, তা পোস্ট করার ৩০ দিনে পর্যন্ত তাদের প্রোফাইল বা পেজে থাকবে। এই সময়ের মধ্যে লাইভ ভিডিওগুলো ক্লিপ বা রিল হিসেবে শেয়ার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ভিডিওটি মুছে ফেলতে বা ডাউনলোড করতে পারবেন।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এই পরিবর্তনটি কার্যকর হলে তারা একটি ই-মেইল নোটিফিকেশন পাবেন। ফলে এর পরে ৩০ দিনের বেশি পুরোনো লাইভ ভিডিওগুলো আর দেখতে পাওয়া যাবে না এবং সেগুলো মুছে যাবে।
নোটিফিকেশন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে লাইভ ভিডিওগুলো ডাউনলোড বা ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন। যদি আরও সময় প্রয়োজন হয় তাহলে ডিলিটের জন্য ৬ মাসের সময় চাইতে পারেন।
এ ছাড়া যদি কোনো অ্যাকাউন্ট ‘স্মরণীয়’ (মেমোরেবল) হয়ে যায়, তবে সেখানে কোনো মিডিয়া মুছে ফেলা হবে না। মৃত ব্যক্তির বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা পূর্বে শেয়ার করা কনটেন্টে কোনো পরিবর্তন দেখতে পাবেন না।
ফেসবুক তাদের লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য বেশ কিছু উপায়ও সুপারিশ করেছে, যেমন—
ফেসবুক লাইভ ভিডিও এমপি ৪ ফাইল হিসেবে ডাউনলোড করার জন্য নিম্নলিখিত নির্দেশিকা দিয়েছে—
প্রোফাইল বা পেজ থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
১. কম্পিউটারের ব্রাউজার ব্যবহার করে আপনার প্রোফাইলে যান। যান। তারপর যে পেজ থেকে ভিডিও ডাউনলোড করতে চান, সেই পেজে যান।
২. প্রোফাইলে ভিডিও ট্যাব খুঁজুন। পেজে লাইভ ট্যাব খুঁজুন। লাইভ ট্যাব দেখতে ‘মোর’ অপশনে ক্লিক করতে হতে পারে।
৩. যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি নির্বাচন করুন।
৪. ফুল স্ক্রিন ভিউ অপশনে ট্যাপ করুন। তারপর ‘অপশনস’ এ ক্লিক করে ‘ডাউনলোড ভিডিও’ নির্বাচন করুন। আপনার ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে। যদি ডাউনলোড শুরু না হয়, তাহলে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করতে হবে।
মেটা বিজনেস সুইট থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
আপনার পেজ বা প্রোফাইল মেটা বিজনেস সুইটের আওতায় থাকলে এই প্রক্রিয়ায় লাইভ ভিডিও ডাউনলোড করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক চালু করুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. মেনু থেকে প্রোফেশনাল বোর্ডে ট্যাপ করুন।
৪. এরপর টুল বিভাগে থাকা ‘মেটা বিজনেস সুইট’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘কনটেন্ট’ ট্যাব নির্বাচন করুন।
৬. যে লাইভ ভিডিও ডাউনলোড করতে চান তা পোস্টস ও রিলসের নিচে পাবেন। ভিডিওটি ওপর ট্যাপ করুন।
৭. এখন তিন ডট আইকোন বা অপশনস–এ ট্যাপ করুন।
৮. ভিডিওটি ডাউনলোডের জন্য ‘ডাউনলোড এসডি’ বা ‘ডাউনলোড এইচডি’ অপশন নির্বাচন করুন।
ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে। যদি ডাউনলোড শুরু না হয়, তাহলে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করতে হবে।
অ্যাক্টিভিটি লগ থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
১. ফেসবুক চালু করুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ অপশন নির্বাচন করুন।
৫. লাইভ ভিডিওস অপশন নির্বাচন করুন।
৬. যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান, সেটি খুঁজে বের করুন।
৭. ভিডিওটির পাশে থাকা অপশনস এ ক্লিক করুন এবং ডাউনলোড নির্বাচন করুন।
এভাবে লাইভ ভিডিওটি ডাউনলোড করা যাবে।
তথ্যসূত্র: ফক্স ৫৯
দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি। গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ +এবং গ্যালাক্সি এস২৫ আলট্রা বিশ্বব্যাপী...
৬ ঘণ্টা আগেআগের যুগে স্মার্টফোনগুলোয় মাত্র একটি ক্যামেরা থাকত। তবে বর্তমান যুগে এক স্মার্টফোনের ক্যামেরায় তিন বা তার বেশি লেন্স থাকাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি অনেকের কাছে মার্কেটিং কৌশল বলে মনে হলেও বাস্তবে একাধিক ক্যামেরা স্মার্টফোনে ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি ৪.৫ উন্মোচন করেছেন। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। এটি ওপেনএআই আগের মডেলগুলো চেয়ে আরও বেশি আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে পারে।
৮ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। অর্থাৎ আপনি কখন অনলাইনে আছেন বা অ্যাপটিতে সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যায় তারা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ।
১২ ঘণ্টা আগে