Ajker Patrika

ইনস্টাগ্রামের অ্যালবামে যুক্ত করা যাবে গান 

প্রযুক্তি ডেস্ক
ইনস্টাগ্রামের অ্যালবামে যুক্ত করা যাবে গান 

ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।

এদিকে গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।

পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত