প্রযুক্তি ডেস্ক
শুধু মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। বেশির ভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি ছুটিতে থাকাকালীন বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকেই চাকরি হারিয়েছেন। তবে ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। চলতি বছরে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
এমএসএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চার জানিয়েছে, মোট ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করছে তারা। মূলত খরচ কমাতেই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আমাজনে চাকরি হারিয়েছেন প্রায় ৯০০০ কর্মী। গত মাসে শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে আমাজন। কমানো হবে নতুন নিয়োগও। এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা।
সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।
শুধু মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। বেশির ভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি ছুটিতে থাকাকালীন বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকেই চাকরি হারিয়েছেন। তবে ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। চলতি বছরে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
এমএসএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চার জানিয়েছে, মোট ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করছে তারা। মূলত খরচ কমাতেই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আমাজনে চাকরি হারিয়েছেন প্রায় ৯০০০ কর্মী। গত মাসে শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে আমাজন। কমানো হবে নতুন নিয়োগও। এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা।
সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
২ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে