Ajker Patrika

টুইটার ছাড়লেন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ০৪
টুইটার ছাড়লেন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠান ছাড়ছেন। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ওই দুই কর্মকর্তা টুইটারের ভোক্তা এবং রাজস্ব বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পেস এক্স ও টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তির পর এটি প্রতিষ্ঠানটির জন্য বড় একটি ধাক্কা। 

পরাগ আগারওয়াল টুইটারের কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে জানিয়েছেন, টুইটার এখন থেকে তার অধিকাংশ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেবে, বর্তমানে থাকা সব চাকরির অফার নতুন করে পর্যালোচনা করবে। পরাগ ওই মেমোতে আরও জানিয়েছেন, ২০২০ সালে টুইটার ব্যবহারকারীর বৃদ্ধি ও রাজস্ব মাইলফলক অর্জনে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি। 

টুইটারের ভোক্তা বিভাগের প্রধান কেভন বেকপুর ও রাজস্ব বিভাগের প্রধান ব্রুস ফ্যালক উভয়ই গত বৃহস্পতিবার নিজ নিজ টুইটে জানিয়েছেন, টুইটার ত্যাগের বিষয়টি তাদের নিজের নয়। বেকপুর তাঁর টুইটে তিনি এখনো পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘পরাগ আমাকে চলে যেতে বলেছিলেন। আমাকে তিনি বলেছেন যে তিনি টিমকে অন্য দিকে নিয়ে যেতে চান।’ 

এদিকে, ব্রুস ফ্যালক তাঁর টুইটে লিখেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমিও (পরাগের হাতে) বরখাস্তের শিকার।’ 

২০২৩ সালের শেষ নাগাদ সাড়ে ৭ বিলিয়ন ডলার বার্ষিক রাজস্ব আয় এবং দৈনিক ৩১৫ মিলিয়ন ব্যবহারকারী আনার লক্ষ্য নির্ধারণ করেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত